চারণকবি বিজয় সরকারের জন্মবার্ষিকী আজ পালিত হবে

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

২০ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

চারণকবি বিজয় সরকারের জন্মবার্ষিকী আজ পালিত হবে

চারণকবি বিজয় সরকারের ১১৯তম জন্মবার্ষিকী আজ (২০ ফেব্রুয়ারি)। বিকালে কবির জন্মভূমি ডুমদি গ্রামে পালিত হবে স্বল্প আয়োজনে। অসাম্প্রদায়িক চেতনার সুরস্রষ্টা কবিয়াল বিজয় সরকার ১৯০৩ সালের ২০ ফেব্রুয়ারি নড়াইল সদরের নিভৃতপল্লী ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন।

বার্ধ্যকজনিত কারণে ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর ভারতের হাওড়ার বেলুডে পরলোকগমন করেন। ভারতের পশ্চিমবঙ্গের কেউটিয়ায় তাকে সমাহিত করা হয়। একাধারে গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন বিজয় সরকার। এক হাজার ৮০০ বেশি গান লিখেছেন তিনি। শিল্পকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত হন। প্রকৃত নাম বিজয় অধিকারী হলেও সুর, সঙ্গীত ও অসাধারণ গায়কী ঢঙের জন্য ‘সরকার’ উপাধি লাভ করেন। গানের কথা ও সুরের মাঝে বিজয় সরকার আজো বেঁচে আছেন হাজারো মানুষের হৃদয়ে।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান জানান, অসাম্প্রদায়িক চেতনার কবি বিজয় সরকারের জন্মবার্ষিকী আমরা এবার স্বল্প পরিসরে পালন করবো। এ উপলক্ষে বিকাল ৩টায় আলোচনা ও কবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।

পত্রিকা একাত্তর/ হাফিজুল নিলু

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news