ডোমার নাট্য সমিতির পরিবেশনায় ‘কিন্তু নাটক নয়’ রংপুরে মঞ্চায়িত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

৭ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

ডোমার নাট্য সমিতির পরিবেশনায় ‘কিন্তু নাটক নয়’ রংপুরে মঞ্চায়িত

“মুক্ত করো ভয়–আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়”—এই স্লোগানকে সামনে রেখে ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি’ কর্তৃক আয়োজিত নাট্যোৎসবে ঐতিহ্যবাহী ডোমার নাট্য সমিতির পরিবেশনায় নাটক ‘কিন্তু নাটক নয়’ রংপুরে মঞ্চায়িত হয়েছে।

রবিবার (৬ই ফেব্রুয়ারী) বিকাল ৪টায় রংপুর টাউন হলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সহযোগিতায় রংপুর বিভাগীয় নাট্যোৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে রাজ্জাক মুরাদ’র রচনায়, আরমিন আক্তার জাহান ও মাসুদ বিন আমিন সুমনের নির্দেশনায় মঞ্চনাটক ‘কিন্তু নাটক নয়’ মঞ্চায়ন করা হয়।

নাটকটির প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেন—ডোমার নাট্য সমিতির নাট্যাভিনেতা মাসুদ বিন আমিন সুমন, আরমিন আক্তার জাহান, নাজিরা ফেরদৌসী চৌধুরী, মো. আনিছুর রহমান মানিক, শুভ ভৌমিক, লাকি বেগম, চান্দা, মো. ফেরদৌস, নিমাই সাহা, প্রিন্স, আনাম, ইমরান, জগবন্ধু, সফিয়ার রহমান, পুষুনাথ, তৃষা, টুলু, রওশন সহ আরও অনেকে।

এসময় ডোমার নাট্য সমিতির প্রতিনিধি হিসেবে রংপুর বিভাগীয় নাট্যোৎসবে যোগ দেন—ডোমার নাট্য সমিতির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান চয়ন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা প্রমুখ।

উল্লেখ্য, গত বছরের ১১ ডিসেম্বর মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে সারাদেশে ৩৫০টি নাট্যদলের পরিবেশনায় স্বল্প ব্যয়ে নতুন স্থানে নতুন নাটক কার্যক্রমে শতবর্ষী ডোমার নাট্য সমিতির পরিবেশনায় মঞ্চস্থ করা হয়েছিল নাটক 'কিন্তু নাটক নয়'।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news