ডোমারে ক্ষুদে ডাক্তার কর্তৃক স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২০ আগস্ট, ২০২২, ১ year আগে

ডোমারে ক্ষুদে ডাক্তার কর্তৃক স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন

নীলফামারীর ডোমার উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী সাত দিনব্যাপী ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২০শে আগস্ট) সকাল ১০টায় উপজেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শহীদ স্মৃতি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ফাইলেরিয়াসিস নির্মূল ও কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রমের সহযোগিতায় ও ডোমার উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত ক্ষুদে ডাক্তার কর্তৃক স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী।

শহীদ স্মৃতি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. খায়রুল ইসলাম সুমনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. মনিরুজ্জামান রুকু, ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মো. বেলাল উদ্দীন, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমান, স্বাস্থ্য সহকারী মো. জুন্নুরাইন জুন্নুন প্রমূখ সহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

পত্রিকাএকাত্তর /আজমির রহমান

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news