ডোমারে জাতীয় ভোক্তা অধিকার অভিযান ও জরিমানা

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২৫ জুলাই, ২০২২, ১ year আগে

ডোমারে জাতীয় ভোক্তা অধিকার অভিযান ও জরিমানা

নীলফামারীর ডোমারে মূল্য তালিকা প্রদর্শন না করা, ধার্য্য মূল্যের চেয়ে অধিক মূল্যে দ্রব্যাদি বিক্রয় ও বোতলজাত তেলের পরিমাণ কম থাকায় জাতীয় ভোক্তা অধিকার অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (২৫শে জুলাই) সকালে উপজেলার ডোমার বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে অভিযান পরিচালনা করেন—নীলফামারী জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শামসুল হক।

এতে মূল্য তালিকা প্রদর্শন না করে ধার্য্য মূল্যের চেয়ে অধিক মূল্যে দ্রব্যাদি বিক্রয় ও বোতলজাত তেলের পরিমাণ কম থাকার অভিযোগে দুই ব্যবসায়ীকে ৫ হাজার ও ৮ হাজার করে মোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করে সতর্ক করা হয়।

পরিচালিত অভিযানে প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমান। এছাড়া ডোমার থানার পুলিশ সদস্যবৃন্দ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news