ডোমারে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২ মে, ২০২২, ১ year আগে

ডোমারে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ডোমার থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা লুৎফল হকের স্মরণে নীলফামারীর ডোমারে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

রবিবার (১লা মে) সকাল ১১টায় ডোমার মহিলা ডিগ্রী কলেজ হলরুমে ‘বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক ফাউন্ডেশন’ কর্তৃক আয়োজিত ঈদ উপহার বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু। এতে সভাপতিত্ব করেন—বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক ফাউন্ডেশনের সভাপতি মো. আনজারুল হক।

আমরিন নাহার হক গোধূলি’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নুরননবী, ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক আনিছুল হক গোল্ডেন, ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, উপজেলা শাখা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মো. আল-আমিন রহমান, ডোমার সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি মিজানুর রহমান সোহাগ প্রমূখ।

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা লুৎফল হকের সন্তান ও ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক আনিছুল হক গোল্ডেন বলেন, ‘আমার পিতা তাঁর জীবদ্দশায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এক নিবেদিত সংগ্রামী নেতা ছিলেন। তিনি জনকল্যাণে জীবন উৎসর্গ করেছেন। এরই ধারাবাহিকতায় আমরা তাঁর উত্তরসূরীরা জনকল্যাণে কাজ করতে ইচ্ছুক। সকলে আমার পিতা সহ পরিবারের সদস্যদের জন্য দোয়া করবেন।​​​​’

আলোচনা সভা শেষে এলাকার দেড় শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ঈদ উপহারের খাদ্য সামগ্রী হিসেবে সেমাই, চিনি, আটা, পোলাও’র চাল, দুধ, সুজি, সাবান এবং নগদ অর্থ প্রদান করা হয়।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news