ডোমারে অতি দরিদ্র কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১২ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

ডোমারে অতি দরিদ্র কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন

নীলফামারীর ডোমার উপজেলায় অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান (ইজিপিপি) কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১২ই ফেব্রুয়ারী) দুপুরে ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভেকসীপাড়া থেকে গাঙ্গার মোড় পর্যন্ত রাস্তার মাটি কাটার কাজ সামাজিক কর্মসূচির আওতায় ডোমার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের আয়োজনে কর্মসূচির উদ্বোধন করেন—১০নং হরিণচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাসেল রানা।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা বন কর্মকর্তা রেজাউল করিম, ১০নং হরিণচড়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য মো. আজিজুল ইসলাম, ৩নং ওয়ার্ডের সদস্য মো. মাহবুব আলম, ইউপি সদস্য তরিকুল ইসলাম, লুৎফর রহমান, সংরক্ষিত মহিলা সদস্য প্রতিমা রানী।

ডোমার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, ত্রাণ ও পূনর্বাসন মন্ত্রনালয়ের সহযোগীতায় এটি বাস্তবায়ন করা হচ্ছে। এ বছর ইজিপিপি কর্মসূচির মাটি কাটা শ্রমিকদের তাদের পারিশ্রমিক মোবাইল ব্যাংকিং রকেট এর মাধ্যমে পরিশোধ করা হবে। গরিব ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে আর্থিক সহায়তাসহ সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে বর্তমান সরকার কাজ করছে। এজন্য উপজেলার অতিদরিদ্র এবং মৌসুমী বেকার শ্রমিক পরিবারের জন্য এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

উল্লেখ্য, ২০২১-২২অর্থবছরে প্রথম পর্যায়ে ৪০ দিনের ইজিপিপি কর্মসূচিতে কাঁচা সড়কে মাটির কাজে উপজেলার ১০ ইউনিয়নের যারা দরিদ্র উপকারভোগী এই কাজে সুযোগ পেয়েছে। তারা প্রতিদিন ৪ শত করে ৪০ দিনে মোট ১৬ হাজার টাকা পারিশ্রমিক পাবে।

পত্রিকা একাত্তর/ রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news