ভারি বর্ষনে ফুলে উঠেছে চলনবিলে

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

৬ সেপ্টেম্বর, ২০২২, ১ year আগে

ভারি বর্ষনে ফুলে উঠেছে চলনবিলে

চলনবিল অধ্যুষিত অঞ্চলে গত কয়েকদিনের বৃষ্টিপাতের ফলে বন্যার আশঙ্কা।গত কয়েকদিনের দফায়- দফায় ভারি ও মাঝারি বৃষ্টি বর্ষনের ফলে বৃদ্ধি পেয়েছে চলনবিলের বিভিন্ন নদ- নদী, খাল- বিল, ডোবা-নালা এবং পুকুরের পানি। ফুলে ফেঁপে উঠেছে চলনবিলের দৃষ্টিনন্দন অথৈই জলরাশি। এবারের বর্ষার মৌসুমে চলনবিল ছিলো পানি শূন্য, হাহাকার। গত কয়েকদিনের ভারি ও মাঝারি বর্ষনের ফলে ফিরে পেয়েছে চিরচেনা চলনবিলের রুপ।

পানিতে করছে টলমল।গুরুদাসপুর ও তাড়াশ উপজেলার খুবজিপুর, বিলশা, রোহাই,কুন্দোল, হাঁটিকুমরুল মহাসড়কের ৯ ও ১০ নং ব্রীজ এলাকাসহ চলনবিল অঞ্চলের বিভিন্ন জায়গায় জলরাশি ও বাতাসের সংমিশ্রণে এ যেন এক মনকাড়া দৃশ্য। চলনবিলে বর্ষার মৌসুমে পানি না থাকায় কৃষকেরা তাদের জমিতে রোপা আমনের বিভিন্ন জাতের ধান রোপণ করেন ।

বর্ষনের ফলে বর্ষার পানি বৃদ্ধিতে কৃষকেরা রোপনকৃত ধান নিয়ে এখন সংশয়ে পড়েছেন। গুরুদাসপুর উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ হারুনর রশীদ বলেন, প্রবল বৃষ্টিপাতের কারনে চলনবিলের পানি বৃদ্ধি পাচ্ছে। বৃষ্টিপাতের পরিমান কমে গেলে দুই চার দিনের মধ্যে পানি কমতে শুরু করবে। এতে এই মৌসুমের রোপনকৃত ধানের উপর তেমন একটা প্রভাব পড়বে না।

পত্রিকা একাত্তর /সোহাগ আরেফিন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news