পানি উন্নয়ন বোর্ডের গাফলতির কারনে পত্নীতলায় বন্যার শঙ্কা”

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

২ জুলাই, ২০২২, ১ year আগে

পানি উন্নয়ন বোর্ডের গাফলতির কারনে পত্নীতলায় বন্যার শঙ্কা”

কাজী শামিউল আরিফ শাওন নিজস্ব প্রতিবেদক:নওগাঁ পত্নীতলায় চাঁদপুর গ্রমের সুইচ গেট দিয়ে নদীর পানি ঢুকে বন্যা হবার আশংকা দেখা দিয়েছে।এলাকা বাসীর কাছে থেকে জানা গেছে এই সুইচ গেট কিছু দিন আগে সংস্কার করেছিলো পানি উন্নয়ন বোড।এই সংস্কারের সময় সুইচ গেট গুলোর নিচে ব্লক দিয়ে ফাকা করে ভিতরে প্রবেশ করে কাজ করেছিলো।

কিন্তু দুঃখের বিষয় কাজ শেষ হয়ে গেলে সেই ব্লক গুলো আর সরিয়ে ফেলা হয় নাই।যে কারনে সুইচ গেটটি নিচে ফাকা থাকার কারনে এখন পানি আর আটকানো সম্ভব হচ্ছে না।এবিষয়ে গ্রামবাসী উপজেলা প্রশাসন ও পনি উন্নয়ন বোডকে অবগত করিলে গতকাল উপজেলা নির্বাহী অফিছার মো:লিটন সরকার,এসিল্যান্ড মো:রাশেদুল ইসলাম সহ আরো অনেকেই এসে বিষয়টি তদারকি করে গেছেন। পরবর্তীতে পানি উন্নয়ন বোড কতৃক ৮০টা বালি বোঝায় বস্তা সেখানে ফেলা হয়। পানি উন্নয়ন বোডের এসব গাফলতির কারনে এলাকাবাসী অনেক বিপদের সম্মুখীন এদিকে আত্রায় নদীর পানি আরো বৃদ্ধি পাচ্ছে।এবিষয়ে এলাকাবাসী কতৃপক্ষের দৃষ্টি আর্কষন করছে।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news