শুরু হয়েছে এবারের মহিলা সাফ চ্যাম্পিয়নশীপের আসর। এবারের আসরের আয়োজন হয়েছে হিমালয় কন্যা নেপালে । সাউথ এশিয়া বেশ কয়েকটি দল অংশ গ্রহণ করেছেন এই আসরে। এর মধ্যে আজ দুপুরে অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল বনাম পাকিস্তান নারী ফুটবল দল। আজকের সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচে পাকিস্তান নারী ফুটবল দলের বিপক্ষে অলিম্পিকো গার্ল পার্বত্য রাঙামাটির ঋতুপর্ণা চাকমা ৭৭ মিনিটের মাথায় গোল করে।
এবং গোলটি ২ মাস আগে মারা যাওয়া নিজের মৃত ভাইয়ের জন্য উর্সগ করেছেন ঋতুপর্ণা চাকমা। সবুজ কার্পেট এ দাঁড়িয়ে ভাইয়ের জন্য ভগবানের কাছে প্রার্থনাও করেছেন। উপরে তাকিয়ে হয়তো বলেছেন “দেখো ভাই তোমার বোন আজ গোল পেয়েছে। খুব মিস করছি তোমাকে। অবশেষে ভারি গলার কন্ঠস্বরে প্রার্থনাও চেয়ে বলেছেন তোমার জন্য শুধু একটাই চাওয়া ভালো থেকো ভাই, আমার পাবন,ভালো থেকো ওপারে।” সাফ চ্যাম্পিয়নশীপের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ৬-০ গোলে জিতেছে।
পূর্ববর্তী ম্যাচ মালদ্বীপের সাথেও জয় পেয়েছে বাঘিনীরা। লাল-সবুজের জার্সি হয়ে প্রথম গোলটি করেছেন দলের প্রানভোমরা মনিকা চাকমা। সেটা আবার ৩ মিনিটের মাথায় ।স্বপ্না আরেকটি গোল করেন ২৮ মিনিটে। এবং হ্যাট্রিক পূর্ণ করেছেন দলের ক্যাপ্টেন সাবিনা খাতুন ৩১,৩৫ ও ৫৮ মিনিটে। বাঘিনীদের এমন দুর্দান্ত লড়াইয়ে অবিশ্বাস এক জয় পায় বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশীপে নিজেদের অবস্থান আরো শক্তিশালী করে তুলছে বাঘিনীরা। নিশ্চিত করেছে সেমিফাইনাল। অভিনন্দন বাংলাদেশ নারী ফুটবল দল।
পত্রিকা একাত্তর /মাহাম্মুদ রাফি