বিশ্বনবীর অবমাননা করার প্রতি বাদে বটিয়াঘাটা পুটিমারী এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

উপজেলা প্রতিনিধি, বটিয়াঘাটা

উপজেলা প্রতিনিধি, বটিয়াঘাটা

২০ জুন, ২০২২, ১ year আগে

বিশ্বনবীর অবমাননা করার  প্রতি  বাদে  বটিয়াঘাটা পুটিমারী এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বটিয়াঘাটা উপজেলার জলজমা ইউনিয়নের তেতুলতলা,পুঁটিমারি ও মাথাবাঙ্গা বাজারে প্রসম্প্রতি ভারতের উগ্র সাম্প্রদায়িক ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন জিন্দাল কতৃক মহানবী হযরতমুহাম্মদ (সা.) ও উম্মাহাতুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দীকা (রাযি.) কেসম্প্রতি নিয়ে চরম অশ্লীল ও অবমাননাকর মন্তব্য করার প্রতিবাদ বটিয়াঘাটা উপজেলা তেতুলতলা,পুটিমারি মাথাভাঙ্গা এলাকার সর্বস্তরের তৌহীদ জনতা ভারতীয় পণ্য বয়কট এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিন্দা প্রস্তাব ও প্রতিবাদ জানানোর দাবি জানিয়ে বলেন, ভারতের এই ঘটনা বিশ্ব মুসলিম উম্মাহর হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। এমন জঘন্যতম অন্যায় কোনোভাবেই মেনে নেয়া যায় না।

বিশ্বনবীর অবমাননার ঘটনা অসভ্যতাকেও হার মানিয়েছে। ভারত সরকারকে এর চরম মূল্য দিতে হবে। নবী (সঃ) ও তার পরিবারের শানে এহেন অসভ্য কর্মকাণ্ডের জন্য সৌদী আরব, ওমান, বাহরাইন, জর্ডান,লিবিয়া,আফগানিস্তান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, কাতার, কুয়েত, ইরানসহ বিভিন্ন মুসলিম বিশ্ব রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানালে ও বিশ্বের অন্যতম মুসলিম প্রধান রাষ্ট্র বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো প্রতিবাদ জানানো হয়নি। আমরা বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রীয়ভাবে এর প্রতিবাদ জানানোর আহ্বান জানাচ্ছি।ভারতের ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন জিন্দাল মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও উম্মাহাতুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দীকা (রাযি.)-কে নিয়ে চরম অশ্লীল ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে শুক্রবার জুম্মার নামাজ পড়ারপর হাফেজ মাওলানা বরকত উল্লাহ এর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, এ ঘটনায় ভারত সরকারকে মুসলিম উম্মাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে এমন কর্মকান্ড যেন করতে না পারে সে জন্য বিশ্ব মুসলিমকে সজাগ থাকতে হবে।

বক্তারা আরো বলেন, মুসলমানরা তাদের নবীকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসেন। বিশ্বনবীর মর্যাদা রক্ষার জন্য আমরা জীবন দিতেও কুণ্ঠিত হবো না। বীরের জাতি মুসলিমরা জেগে ওঠলে ভারতকে উচিত শিক্ষা দেয়া হবে। প্রয়োজনে জীবন দিয়ে হলেও নবী (সঃ) এর মর্যাদা রক্ষা করবো, ইনশাআল্লাহ।সমাবেশে আরও বক্তব্য রাখেন,বিক্ষোভ মিছিলের সভাপতি মাওলানা আরিফুর ইসলাম,মাওলানা ইমামুল কবির,মাওলানা মোঃ মুজিবুর রহমান, হাফেজ মাওলানা হাছান,হাফেজ মাওলানা বাদল হোসেন,মাওলানা আব্দু রহমা, মাস্টার মনিরুজ্জামানি,নাজমুল ইসলাম,নাইম ইসলাম, মোঃ হোসাইন আহমেদ, সহ আরো অনেকে। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল তেতুলতলা,পুঁটি মারি, মাথাভাঙা বাজারে মসজিদের সামনে সমাবেশ সমাপ্ত করেন।

পত্রিকা একাত্তর /আক্তারুল ইসলাম​​​​​​​

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news