ধর্মীয় ভাবগম্ভীরে ডোমারে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১৮ মার্চ, ২০২২, ২ years আগে

ধর্মীয় ভাবগম্ভীরে ডোমারে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে মুসলিম সম্প্রদায় সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত পালন করছেন। নীলফামারীর ডোমারে গত দু’বছর করোনা পরিস্থিতির কারণে মসজিদগুলোতে সীমিত পরিসরে পবিত্র রজনীর ইবাদত হলেও, এবার সেই বিধিনিষেধ নেই।

শুক্রবার (১৮ই মার্চ) বাদ এশা ডোমার বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সহ উপজেলার প্রায় সব মসজিদেই মিলাদ মাহফিল, শবে বরাতের গুরুত্বপূর্ণ আলোচনা, হালকা জিকিরে ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদতে মশগুল হয়েছেন। করোনার কোনোপ্রকার বিধিনিষেধ না থাকায় মসজিদে অতিরিক্ত ভিড় দেখা যাচ্ছে।

আজকের এই রজনীতে সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ আদায়, কোরআন তিলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলসহ নানা ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে রাতটি অতিবাহিত করছেন।

মুসলমানদের বিশ্বাস, মহিমান্বিত এ রাতেই মহান আল্লাহতায়ালা মানুষের ভাগ্য অর্থাৎ তার নতুন বছরের ‘রিজিক’ নির্ধারণ করে থাকেন। রাতব্যাপী ইবাদত, বন্দেগি, জিকির ছাড়াও পবিত্র এ রাতে মুসলমানরা মৃত বাবা-মা ও আত্মীয়-স্বজনসহ প্রিয়জনদের কবর জিয়ারত করেন। তাই এ রাতে কবরস্থানগুলোতে মুসল্লিদের উপচেপড়া ভিড় দেখা যায়।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news