পাঁচ শত পঞ্চাশ বছর ধরে চলেছে এই দরগার মেলা

উপজেলা প্রতিনিধি, বাগেরহাট সদর

উপজেলা প্রতিনিধি, বাগেরহাট সদর

১৭ মার্চ, ২০২২, ২ years আগে

পাঁচ শত পঞ্চাশ বছর ধরে চলেছে এই দরগার মেলা

বাগেরহাট হযরত খানজাহান (রহ.)-র মাজারে শুরু হয়েছে সাড়ে ৫’শ বছরের ঐতিহ্যবাহী মেলা। সদর উপজেলার দরগা নামক স্থানে অবস্থিত খানজাহান আলী (রহঃ) এর মাজার শরীফে সাড়ে ৫’শ বছরের অধিককাল ধরে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) ফজরের নামাজের পরেআনুষ্ঠানিক ভাবে এই মেলা শুরু হয়েছে। তিনদিন ব্যাপি এই মেলা শনিবার (১৯ মার্চ) সন্ধ্যায় শেষ হবেবলে জানিয়েছেন মাজারের প্রধান খাদেম ফকির শের আলী। দর্শনার্থী ও মেলায় আগত দোকানিদেরনিরাপত্তায় পুলিশের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করছেন।

মাজারে আগত দর্শনার্থীদের জন্য আগরবাতি, মোমবাতি, তাবিজ বিক্রেতা সোলাইমান শেখ বলেন, সারা বছর অপেক্ষা করি মেলার জন্য। কারণ মেলাতে হাজার হাজার লোকের সমাগম ঘটে এখানে। ফলে আমাদের বেচা-বিক্রি ভালো হয়।

টুরিস্ট পুলিশ, বাগেরহাট জোনের ইনচার্জ মোশারেফ হোসেন বলেন, তিনদিনের এই মেলায় এখানে লক্ষাধিক লোকের সমাগম হবে। এসব ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশ সার্বক্ষনিক দায়িত্ব পালন করবে। দর্শনার্থীদের সুবিধার্থে আমরা আমাদের ইউনিটের ফোন নাম্বার দেওয়ালে এবং প্রকাশ্য স্থানে টানিয়ে দিয়েছি।

মাজার মেলায় আসা ঝিনাইদহ এলাকার মহিবুল ইসলাম বলেন, খানজাহানের মেলা উপলক্ষে আমরা পরিবার সহ এসেছি। পরিবারের সকলকে নিয়ে এখানে স্বাচ্ছন্দে ঘুরতে পারছি তাই ভালো লাগছে। তিনদিন আমরা এখানে থাকব। সনাতন ধর্মালম্বী সীতারানী দেবনাথ বলেন, প্রায় ২৫ বছর ধরে আমি মেলায় আসি।

প্রতিবছরই রোগ-বালাই ও বিপদ আপদ থেকে মুক্তির জন্য আমাদের মানত থাকে। এবারও মানত ছিল, এসে পরিশোধ করেছি। মেলা শেষে রবিবার ফিরে যাব। খানজাহান (রহ) এর মাজারের প্রধান খাদেম ফকির শের আলী বলেন, খানজাহান আলী (রহঃ) এরমাজারে সাড়ে ৫’শ বছরের অধিক সময় ধরে মেলা হয়ে আসছে।

প্রতিবছর চৈত্র মাসের পূর্নিমার সময়চারদিন ব্যাপি ধর্মীয় উৎসব, ওরজ, মিলাদ মাহফিল ও মেলার আয়োজন হয়ে থাকে। সারা দেশ থেকে লক্ষাধিক দর্শনার্থীরা এই মেলা দেখতে আসেন। ইতোমধ্যে মেলায় অর্ধলক্ষাধিক মানুষের সমাগম হয়েছে। আমরা সবাই চেষ্টা করছি যাতে দর্শনার্থীরা এখানে শান্তিতে মেলা উদযাপন করতে পারেন।

পত্রিকা একাত্তর / শেখ আবু তালেব

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news