হাফেজা ছাত্রীদের পুরষ্কার বিতরণ ও দোয়া মাহফিল

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১৩ মার্চ, ২০২২, ২ years আগে

হাফেজা ছাত্রীদের পুরষ্কার বিতরণ ও দোয়া মাহফিল

নীলফামারীর ডোমারে জামেয়া ইসলামিয়া আবিয়ন নেছা মহিলা মাদরাসার ২০২১-২২ শিক্ষাবর্ষের দাওরায়ে হাদিস সমাপনকারী এবং হাফেজা ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ ও বুখারী শরীফের শেষ দরস প্রদান উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ই মার্চ) বাদ জোহর ডোমার পৌরসভার ছোটরাউতা মাদ্রাসাপাড়া এলাকায় জামেয়া ইসলামিয়া আবিয়ন নেছা মহিলা মাদরাসা হলরুমে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বুখারী শরীফের শেষ দরস প্রদান করেন—জামেয়া ইসলামিয়া রিয়াজিয়া মাদরাসার পৃষ্ঠপোষক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব ও ঢাকার জামেয়া ইসলামিয়া ইসলামবাগ মাদ্রাসার প্রিন্সিপাল শাইখুল হাদীস আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দী সাহেব দা. বা.।

দোয়া মাহফিল অনুষ্ঠানে জামেয়া ইসলামিয়া আবিয়ন নেছা মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক আশরাফুল হকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন—জামেয়া ইসলামিয়া রিয়াজিয়া মাদরাসার মুহ্তামিম ফজলুর রহমান, পরিচালক গোলাম আরশাদ, ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মাহমুদ বিন আলম, জামেয়া ইসলামিয়া আবিয়ন নেছা মহিলা মাদরাসার মুহতামিম মুফতি ওমর ফারুক প্রমূখ।

বুখারী শরীফের শেষ দরস প্রদান ও দোয়া মাহফিল শেষে দাওরায়ে হাদিসের ৭ জন এবং ৪ জন হাফেজা ছাত্রীকে বিদায়ী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়।

পত্রিকা একাত্তর/ রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news