নন্দীগ্রামে রাজনীতির মাঠ গরম টানটান উত্তেজনা

উপজেলা প্রতিনিধি, নন্দিগ্রাম

৩০ আগস্ট, ২০২২, ১ year আগে

নন্দীগ্রামে রাজনীতির মাঠ গরম টানটান উত্তেজনা

বগুড়ার নন্দীগ্রাম পৌর শহরে বিএনপি ও জাতীয় শ্রমিক লীগের কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মূল্যে কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নিজ নিজ দল অনড় অবস্থানে থাকায় এ উত্তেজনা দেখা দিয়েছে।

কর্মসূচি পালনকে কেন্দ্র করে অনেকে সংঘাতের আশঙ্কা করছেন।দলীয় সূত্রে জানা গেছে, ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছা সেবক দলের নেতা আব্দুর রহিম এবং ফেনীতে স্বেচ্ছা সেবক দলের নেতা মনির হোসেন হত্যার প্রতিবাদ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনার দাবিতে কেন্দ্ৰীয় কর্মসূচির অংশ হিসেবে ৩১ আগষ্ট বুধবার বিকাল ৩টায় মুনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে জন সমাবেশ করবে বিএনপি৷

অপরদিকে একই সময়ে উপজেলা ও পৌর জাতীয় শ্রমিকলীগ সেখানে শোকাবহ আগস্ট উপলক্ষে শোকসভার আয়োজন করেছে। ইতিমধ্যে প্রশাসনের কাছে চিঠি দিয়েছে জাতীয় শ্রমিক লীগ৷ সমাবেশ ঘিরে পৌর শহরে চরম উত্তেজনা বিরাজ করছে।

তবে বিএনপি যে কোনো মূল্যে ওই দিন কলেজ মাঠে সমাবেশ করবে।এদিকে আওয়ামী লীগ এবং বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে দিনদিন গরম হয়ে উঠছে নন্দীগ্রামের রাজনীতির মাঠ। গত বুধবার (২৪ আগস্ট) নন্দীগ্রাম উপজেলার বীরপলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একই স্থানে ইউনিয়ন আওয়ামী লীগ ও বিএনপি সমাবেশ আহ্বান করায় স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

গত রবিবার বিকালে (২৮ আগষ্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু চত্বরে উপজেলা ছাত্রলীগ শোকসভার আয়োজন করে৷ সন্ধ্যার আগেই সভা শেষ করে নেতাকর্মীরা যে যার মতো চলে যায়। এরপর রাত সাড়ে ৮টার দিকে ককটেল বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা।

কয়েকদিন ধরে বিভিন্ন ইস্যুতে একই দিন একই স্থানে দুই দলের পক্ষ থেকে সমাবেশের ডাক দেয়া হচ্ছে। এ জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে বিএনপি৷ তবে আওয়ামী লীগ বলছে, শোকের মাস ঘিরে মাসব্যাপী নানা কর্মসূচি পালন করছে তারা উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, আমাদের জনসমাবেশের কর্মসূচি আগে থেকেই পূর্বনির্ধারিত৷

ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যেকোনো মূল্যে শান্তিপূর্ণ উপায়ে জনসমাবেশ করা হবে।উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি এনামুল হক বলেন, শোকসভা আয়োজনের কথা জানিয়ে দলের পক্ষ থেকে প্রশাসনকে চিঠি দেয়া হয়েছে। বুধবার কলেজ মাঠে বিএনপির কোনো কর্মসূচি আছে কিনা, তা আমাদের জানা নেই। শোকের মাসের এ কর্মসূচি আমাদের পূর্ব নির্ধারিত আমরা আমাদের র‍্যালী ও শোকসভা নির্ধারিত সময়েই করব৷'জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, শোকাবহ আগস্ট উপলক্ষে নন্দীগ্রাম উপজেলা মাসব্যাপী নানা কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে উপজেলা জাতীয় শ্রমিক লীগের পূর্বনির্ধারিত শোকসভার আয়োজন করেছে।

কিন্তু শোকের মাসে নাশকতার ছক আঁকতে বিএনপি ব্যস্ত হয়ে পড়েছে৷ শোকের মাস এলেই বিএনপি উন্মাদ হয়ে ওঠে, নানামুখী ষড়যন্ত্রে মেতে ওঠে৷ ষড়যন্ত্রের অংশ হিসেবেই জাতীয় শ্রমিক লীগের শোক দিবসের সমাবেশস্থলে পাল্টা সমাবেশের ডাক দিয়েছে বিএনপি৷

এবিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, দুই দলের কর্মসূচির কথা শুনেছি তবে যে কোনো সংঘাতময় পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

পত্রিকা একাত্তর /আব্দুল আহাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news