নিত্য পণ্য, জ্বালানি, পরিবহনের মূল্য বৃদ্ধিতে বিএনপি বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি, টেকনাফ

২৯ আগস্ট, ২০২২, ১ year আগে

নিত্য পণ্য, জ্বালানি, পরিবহনের মূল্য বৃদ্ধিতে বিএনপি বিক্ষোভ

কক্সবাজারের টেকনাফ উপজেলায় নিত্য পণ্য, জ্বালানি, পরিবহনের মূল্য বৃদ্ধিতে এবং ভুলা জেলার জাতীয়তাবাদী রাজনৈতিক ছাত্র দলের নেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে টেকনাফ উপজেলা বিএনপি এক বিক্ষোভ সমাবেশ আয়োজন করে।

সমাবেশটি দুপুর (সোমবার ২৯ আগস্ট ২০২২) টেকনাফ আলী উল্লাহ আলো শপিং কমপ্লেক্সের পশ্চিম পাশের সী-কোরাল সংলগ্ন স্থানে অনুষ্ঠিত হয়। টেকনাফ উপজেলার বিভিন্ন ইউনিয়নে নেতা-কর্মীরা মিছিল নিয়ে জড়ো হতে থাকে।

প্রধান অতিথি ব্যক্তব্যে শাহ জাহান চৌধুরী বলেন, এ সরকার অবৈধ সরকার, এ সরকার জনগণের দ্বারা পরিচালিত নই। দিনের ভোট রাতে চুরি করে ক্ষমতা এসে জনগণ ভোগান্তিতে রুপান্তরিত করেছে। তারা নির্বিচারে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে এবং জেল-জুলুম নির্যাতন গুম-খুন করে বিরুদ্ধে দলকে দমন করছে। আওয়ামী লীগ সরকার জনগণকে মূল্যায়ন করে না, তারা প্রশাসন মাধ্যমে ঠিকে আছে।

জেলা বিএনপি অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, পুলিশ বাহিনীকে বব্যহার করে তারা ক্ষমতা চিরস্থায়ী করতে চাচ্ছে, আগামীতে তাদের রুখে দিতে হবে এবং নেতা কর্মীদের মাঠে থাকার আহবান করেন। আমরা সমাবেশের আয়োজন করছি শুধু জনগণের ন্যায্য আদায়ের জন্য, যে হারে সারা দেশে লাগামহীন ভাবে নিত্য পণ্যে দাম সব জায়গাতে বৃদ্ধি পাচ্ছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপি সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীমারা স্বপ্না, জেলা বিএনপি অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, পৌর বিএনপি সভাপতি আব্দু রাজ্জাক মেম্বার, সোলতান মেম্বার, মোক্তার আহমদ, প্রমূখ।

পত্রিকাএকাত্তর /মোস্তাক আহমদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news