দিঘলিয়ায় আ’লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ১৫

জেলা প্রতিনিধি, খুলনা

২৬ আগস্ট, ২০২২, ১ year আগে

দিঘলিয়ায় আ’লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ১৫

খুলনার দিঘলিয়া উপজেলার পথের বাজারে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় দলের ১৫ জন নেতাকর্মী আহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেলে পথের বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেলে পথের বাজার সংলগ্ন সেনহাটী লুৎফরের বটতলায় জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

নির্ধারিত স্থানে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে পথেরবাজার অতিক্রম করার সময় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পথেরবাজার দলীয় অফিস এলাকায় উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এ ঘটনায় আওয়ামী লীগের ৬ জন এবং বিএনপির ৯ জন নেতাকর্মী আহত হয়েছে বলে উভয় দলের নেতারা অভিযোগ করেছে। এ ঘটনার প্রতিবাদে খুলনা জেলা বিএনপি আজ রাত ৮ টায় সংবাদ সম্মেলন করেছে। তারা শান্তিপূর্ণ কর্মসূচিতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বাঁধাদানের অভিযোগ তোলেন।

এদিকে এ ঘটনার প্রতিবাদে শুক্রবার (২৬ আগস্ট) বেলা ১১ টায় দিঘলিয়া উপজেলার দিঘলিয়া ফেরিঘাটের পাশে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে আওয়ামী লীগ।

দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম বলেন, বিকেলে বিএনপির কর্মসূচি ছিল। আমাদের নেতাকর্মী পথেরবাজার দলীয় কার্যালয়ের সামনে বসে ছিল। এমন সময় বিএনপির মিছিল থেকে আমাদের নেতাকর্মীদের দিকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

এসময় দিঘলিয়া উপজেলা যুবলীগের সভাপতি শেখ মনিরুল ইসলামসহ ৬ জন মারাত্মক আহত হয়েছে। বিএনপি নেতাকর্মীদের হামলার পর তাদের প্রতিহত করা হয়। দলের আহত নেতাকর্মীদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খুলনা জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান বলেন, বিএনপির পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ বিকেলে দিঘলিয়ায় বিক্ষোভ ছিল। কর্মসূচির আগে ও পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাঁধা দেওয়ার চেষ্টা করে। তদের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদে উপর হামলা চালায়। এ ঘটনায় জেলা বিএনপির নেতা খায়রুল ইসলামসহ ৯ জন আহত হয়েছে। তাদের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পত্রিকাএকাত্তর /আক্তারুল ইসলাম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news