গণতান্ত্রিক অধিকার রক্ষায় গণ-আন্দোলন গড়ে তুলুন : শাহাদাত

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি

২৩ আগস্ট, ২০২২, ১ year আগে

গণতান্ত্রিক অধিকার রক্ষায় গণ-আন্দোলন গড়ে তুলুন : শাহাদাত

চট্টগ্রাম মহানগর বিএনপি'র আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, গণতান্ত্রিক ও মৌলিক অধিকার রক্ষায় গণ-আন্দোলন গড়ে তুলুন। দেশে এখন চরম ক্লান্তি কাল চলছে। ক্ষুধার দায়ে মা সন্তানকে বিক্রি করছে। শহর থেকে মানুষ গ্রামমুখি হচ্ছে।

অভাবের তাড়নায় মানুষের চরম নৈতিক অবক্ষয় হচ্ছে। দিন দুপুরে খুন-রাহাজানি বেড়ে যাচ্ছে। ক্ষমতায় টিকে থাকার জন্য গুম, গুপ্ত হত্যা, নির্যাতন, মামলা-হামলা চলছে। রাষ্ট্রীয় নির্যাতনের ‘আয়না ঘর’র সন্ধান পাওয়া যাচ্ছে।

স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সত্য কথা বললে আইসিটি আইনে মামলা হচ্ছে। সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে মানুষ আজকে তাদের মৌলিক ও গনতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামে রাজপথে নেমে এসেছে। বিএনপি জনগণের দল হিসেবে জনগণের অধিকার রক্ষায় রাজপথে আন্দোলন সংগ্রামে থাকবে।

তিনি আজ মঙ্গলবার (২৩ আগষ্ট) বিকালে নগরীর খুলশী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গণমিছিলটি নগরীর লালখানবাজার থেকে শুরু হয়ে দামপাড়া, ওয়াসা মোড়, জিইসি মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ডা. শাহাদাত হোসেন আরো বলেন, এ সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। মেগা প্রকল্পের মাধ্যমে মেগা দুর্নীতি করেছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। জনগণের উপর বৈদেশিক ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে। প্রকল্প দেখিয়ে প্রকল্পের কাজ সম্পূর্ণ না করে সমস্ত টাকা আত্মসাৎ করেছে।

লুটপাট ও দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনীতি আছে সম্পূর্ণ রূপে ধ্বংস হয়ে গেছে। জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যায়ন বৃদ্ধির সাথে সাথে সবকিছু আজ চরম ঊর্ধ্বগতি। এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন এভাবেই চলতে থাকবে। তার জন্য জনগণকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচারী এই সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনে সংগ্রামে মাঠে নামতে হবে। এই সরকারের পতনের মাধ্যমে জনগণের অধিকার ফিরে আসবে।

খুলশী থানা বিএনপির আহবায়ক এডভোকেট আব্দুস সাত্তারের সভাপতিত্বে নগর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল হালিম শাহ আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক এস.কে খোদা তোতন, নাজিমুর রহমান, শফিকুর রহমান স্বপন, ইয়াসিন চৌধুরীর লিটন, সদস্য গাজী সিরাজ উল্লাহ, কামরুল ইসলাম।

নগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি, নগর মহিলা দলের সাবেক সভানেত্রী মনোয়ারা বেগম মনি, নগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম স্বপন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, তোফাজ্জল হোসেন, নগর ছাত্রদলের আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, বিএনপি নেতা মনির হোসেন, আমানুল্লাহ আমান, ১৪নং ওয়ার্ড় বিএনপির সভাপতি এডভোকেট কাশেম মজুমদার, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, আসাদুজ্জামান দিদার, জমির উদ্দীন নাহিদ, আব্দুল আহাদ রিপন, সুরুস মিয়া, অ্যাডভোকেট লিটন, তানভীর মল্লিক, নূর হোসেন উজ্জল, নগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আসিফ চৌধুরী লিমন, সামিয়াত আমিন জিসান, খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রায়হান আলম, সদস্য সচিব বিল্লাল হোসেন বাবু, ছাত্রদল নেতা নুরুল আলম সোহাগ, ওমর ফারুক প্রমুখ নেতৃবৃন্দ।

পত্রিকাএকাত্তর /ইসমাইল ইমন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news