ডোমারে জাপা’র সম্মেলন ৩রা সেপ্টেম্বর

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২২ আগস্ট, ২০২২, ১ year আগে

ডোমারে জাপা’র সম্মেলন ৩রা সেপ্টেম্বর

নীলফামারীর ডোমার উপজেলা শাখা জাতীয় পার্টির সম্মেলন আগামী ৩রা সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। এতে বিরোধী দলে থাকা জাতীয় পার্টির উপজেলার আওতাধীন সর্বস্তরের নেতা-কর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে।

রোববার (২১শে আগস্ট) নীলফামারী জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এ্যাডভোকেট এনকে আলম চৌধুরী ও সদস্য সচিব সাজ্জাদ পারভেজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ডোমার উপজেলা শাখা জাতীয় পার্টির সম্মেলনের তারিখ নির্ধারণ করেন।

ডোমার উপজেলা শাখা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান চয়ন জানান, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ৩রা সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে সম্মেলনের তারিখ। ইনশাআল্লাহ, সফল সম্মেলনের মাধ্যমে দলকে আরও সুসংগঠিত করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনটি আমরা জয় করতে পারবো।

উল্লেখ্য, বর্তমানে ডোমার উপজেলায় জাতীয় পার্টির ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি রয়েছে। যার আহ্বায়ক হিসেবে সার্জেন্ট (অব.) তহিদুল ইসলাম ও যুগ্ম-আহ্বায়ক হিসেবে আসাদুজ্জামান চয়ন, আতিকুর রহমান, আনোয়ারুল ইসলাম, আবুল কালাম, রাশেদুল ইসলাম ও আশরাফুল ইসলাম দায়িত্ব পালন করছেন।

প্রসঙ্গতঃ ১৯৮৬ সাল থেকে সর্বশেষ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনটিতে ৯টি নির্বাচনে ৪ বার জাতীয় পার্টির প্রার্থী সাংসদ নির্বাচিত হন। এরমধ্যে দুই মেয়াদে বেগম মনসুর মহিউদ্দিন এবং একবার করে এনকে আলম চৌধুরী ও জাফর ইকবাল সিদ্দিকী সংসদ সদস্য নির্বাচিত হন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটি নিতে মরিয়া হয়ে উঠেছে জাতীয় পার্টি।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news