পররাষ্ট্র মন্ত্রী দেশের সম্মানকে ধ্বংস করছে : শাহাদাত

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি

২০ আগস্ট, ২০২২, ১ year আগে

পররাষ্ট্র মন্ত্রী দেশের সম্মানকে ধ্বংস করছে : শাহাদাত

চট্টগ্রাম মহানগর বিএনপি'র আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন,পরের রাষ্ট্রের মন্ত্রী দেশের সম্মানকে ধ্বংস করে দিয়েছে। শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র এই সরকার ধ্বংস করে দিয়েছে। ক্ষমতায় টিকে থাকার জন্য বিদেশী রাষ্ট্রের কাছে অনুনয়-বিনয় করে বলেছি বলে স্বীকার করেছে এই সরকার স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মমেন।

আমরা বীরের জাতি হিসেবে আমাদের দেশের জন্য অত্যন্ত লজ্জাস্কর। বিগত জাতীয় সংসদ নির্বাচনে ও অন্যের কাঁধে ভর করে অবৈধভাবে ক্ষমতায় এসেছে এই সরকার। দেশের মানুষের আজ গণতন্ত্র নেই। ভোটার অধিকার নেই, মানবতা নেই, মানবিকতা নেই। ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় এসে সবকিছুই কেড়ে নিয়েছে সরকার।তিনি আজ ২০ আগষ্ট, শনিবার, বিকালে ১৬ নং চাকবাজার ওয়ার্ডের কাপাসগোলা "এ" ইউনিট বিএনপির সম্মেলনে প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ডা.শাহাদাত হোসেন আরো বলেন, ব্যর্থতার দায় নিয়ে অচিরেই এ সরকারকে পদত্যাগ করতে হবে। জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ, পানি, গ্যাসের সমস্যা, দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। সবকিছুর মূল্য বৃদ্ধির কারণে দেশের জনগণ মহাসঙ্কটের মধ্যে জীবন যাপন করছে। প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে টাকা পাচার করে ব্যাংক খালি করে দিয়েছে। জনগণের অবস্থা অত্যন্ত করুন। ডিমের দাম, মুরগির দাম, চালের দাম, তেলের দাম, ডালের দাম, সবজির দাম সবকিছুই মানুষের নাগালের বাইরে। অবিলম্বে সমস্ত ব্যর্থতার দায়ী স্বীকার করে পদত্যাগ করে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন।

প্রথম অধিবেশনে প্রধান বক্তার বক্তব্য চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসান বক্কর বলেন, এই সরকারের বিদায় নেওয়ার সময় এসেছে। আপনারা প্রস্তুত হন। আন্দোলনের মাধ্যমে জনগণের দাবি আদায়ের এই সরকারের অপকর্ম বিরুদ্ধে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আর পিছনে যাওয়ার পথ নেই। সামনে এগিয়ে যেতে হবে। এই সরকারকে পদত্যাগে বাধ্য করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করা হবে।

বাদে মাগরি দ্বিতীয় অধিবেশন শুরু করে পুনর্গঠন কমিটির নেতারা। চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক কোতোয়ালী- বাকলিয়া-চকবাজার পুনর্গঠন কমিটির টিম প্রধান আলহাজ্ব এম এ আজিজ এর সভাপতিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক ও পুনর্গঠন টিমের সদস্য মোহাম্মদ আব্দুল হালিম শাহ আলম,পুনর্গঠন কমিটির সদস্য মাইমুনুল ইসলাম হুমায়ুন।

আব্দুস সাত্তার সেলিম, মনোয়ারা বেগম মানি, আরো উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, চকবাজার থানা বিএনপির সাধারণ সম্পাদক নূর হোসেন, পাঁচলাইশ থানা বিএনপির সাধারণ সম্পাদক মনির চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি জামাল আহমেদ, নগর বিএনপি সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কায়সার লাবু,নগর বিএনপি নেতা মোঃ মহসিন।

থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুজ্জামান জুনু, ১৬ নং চকবাজার ওয়ার্ড বিএনপির সভাপতি মনজুর আলম মঞ্জ, সাধারণ সম্পাদক এম এ হালিম বাবলু, ৮ নং শোলক বহর ওয়ার্ড বিএনপির হাসান ওসমান, বিএনপি নেতা রঞ্জু মিয়া, জসিম-বাদশা, আলী হোসেন, বাহাদুর, যুবদল নেতা মোঃ জসিম, আলমগীর, বাপ্পি, স্বেচ্ছাসেবক দল নেতা নুরুল আলম শিপু, ছাত্রদল নেতা আলাউদ্দিন আলো, ইমরান লিটন প্রমুখ নেতৃবৃন্দ।

২য় অধিবেশনে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পুনর্গঠন টিমের প্রধান আলহাজ্ব এম,এ আজিজ বলেন, বাকলিয়া- কোতোয়ালি -চকবাজার থানার সংশ্লিষ্ট ওয়ার্ড়ের ইউনিট কমিটি অচিরেই আমরা সমাপ্ত করব।

আজ ১৬ নং চাকবাজার ওয়ার্ডের কাপাসগোলা "এ" ইউনিট বিএনপির সম্মেলনে মাধ্যমে ২১ সদস্য বিশিষ্ট ইউনিট কমিটির ঘোষণা করছি। "এ" ইউনিটে মোহাম্মদ সিরাজুল ইসলামকে সভাপতি, আসাদুজ্জামান এরশাদকে সিনিয়র সহ-সভাপতি, নূর হাসান টিপুকে সাধারণ সম্পাদক, মোহাম্মদ ইয়াসিনকে সিনিয়র যুগ্ন সম্পাদক, মাসুদুর রহমান হিরুকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেছেন সম্মেলনের মাধ্যমে তৃণমূলের নেতাকর্মীরা।

পত্রিকাএকাত্তর /ইসমাইল ইমন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news