দেশের মানুষ নিদারুণ কষ্টে জীবনযাপন করছে : শাহাদাত

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি

১৮ আগস্ট, ২০২২, ১ year আগে

দেশের মানুষ নিদারুণ কষ্টে জীবনযাপন করছে : শাহাদাত

চট্টগ্রাম মহানগর বিএনপি'র আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশ এক ভয়ংকর পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে। প্রতিদিন চারদিকে অশনি সংকেত আর ঘন অন্ধকার নেমে আসছে।সর্বত্রই অস্বস্তি ও অস্থিরতা মধ্যে সাধারণ মানুষ দিন যাপন করছে।

এই অনির্বাচিত সরকার জনগণের কোটি টাকা টাকা লুটপাট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। দেশের মানুষ নিদারুণ কষ্টে জীবনযাপন করছে। ব্যাংকগুলো খালি হয়ে গেছে। রিজার্ভ তলানিতে ঠেকেছে।কিছুদিন আগেও আওয়ামী লীগের এমপি-মন্ত্রীরা দেশকে সিঙ্গাপুর-অস্ট্রেলিয়া-কানাডার সঙ্গে তুলনা করে গলাবাজি করতেন। দেশকে ঋণের ফাঁদে ডুবিয়ে এখন চুপসে গেছে।

তিনি আজ ১৮ আগষ্ট বিকালে ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড়ের 'বি' ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ডা.শাহাদাত হোসেন আরও বলেন, এই সরকার দুর্নীতি দুঃশাসনের রাজত্ব কায়েম করছে। সাধারণ মানুষ আজ অসহায়। সবকিছুর দাম এখন আকাশচুম্বী। নিরুপায় জনগণ রাজপথে নেমে এসেছে। সরকারকে এবার বিদায় নিতে হবে। প্রতিটি ইউনিটে ইউনিটে প্রস্তুতি গ্রহণ করতে হবে।আন্দোলনে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে ভূমিকা রাখতে হবে। আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে।

প্রথম অধিবেশনে প্রধান বক্তার বক্তব্য চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর বলেন, দীর্ঘ ১৩ বছরে অধিক সময় ক্ষমতায় থাকায় বেপরোয়া দুর্নীতির কারণে দেশ এখন দেউলিয়া ঘোষণার অপেক্ষা।২০২১-২২ অর্থবছর শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৫২ বিলিয়ন ডলার। এই বিপুল অঙ্কের ঋণ বাংলাদেশ পরিশোধ করার সামর্থ হারিয়েছে। এই সরকার ক্ষমতায় থাকার অধিকার হারিয়ে ফেলেছে।

দ্বিতীয় অধিবেশন শুরু করে চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক কোতোয়ালী- বাকলিয়া-চকবাজার পুনর্গঠন কমিটির টিম প্রধান আলহাজ্ব এম এ আজিজ এর সভাপতিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনর্গঠন কমিটির সদস্য ও আকবরশাহ থানা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার সেলিম, পাঁচলাইশ থানা বিএনপির সভাপতি ও পুনর্গঠন টিমের সদস্য মাইমুনুল ইসলাম হুমায়ুন, নগর মহিলা দলের সাবেক সভাপতি ও পুনর্গঠন টিমের সদস্য মনোয়ারা বেগম মানি, বাকুলিয়া থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম আই চৌধুরী মামুন,১৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী মহিউদ্দিন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, মহিলা দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, বি ইউনিটের নেতৃবৃন্দসহ ও অঙ্গ সংগঠনের প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

২য় অধিবেশনে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পুনর্গঠন টিমের প্রধান আলহাজ্ব এম,এ আজিজ বলেন, যারা আজকে নির্বাচিত হয়েছেন তারা সকলেই সম্মেলনে তৃণমূলের ভোটের মাধ্যমে মাধ্যমে নির্বাচিত হয়েছে।

আমরা একের পর এক সম্মেলনের মাধ্যমে সকল ইউনিট কমিটিগুলো সম্পন্ন করছি। তিনি ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড়ের "বি" ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলনে আব্দুস শুক্কুরকে সভাপতি, মোঃ মনছুর আলমকে সিঃ সহ-সভাপতি, মোঃ সেলিমকে সাধারণ সম্পাদক,মাহাবুবুল আলমকে সিঃযুগ্ন সম্পাদক,মোঃ এনামকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ইউনিট কমিটি ঘোষণা করেন।

পত্রিকাএকাত্তর /ইসমাইল ইমন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news