কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের দুই গ্রুপের পৃথক পৃথক কর্মসূচি পালন

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ

১৫ আগস্ট, ২০২২, ১ year আগে

কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের দুই গ্রুপের পৃথক পৃথক কর্মসূচি পালন

১৫ আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালী, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের ৪৭তম শাহাদাত বার্ষিকি ও জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষে দুপুর ১২টার দিকে বসুরহাট পৌরসভা হলরুম ও বসুরহাট ডাক বাংলোর হলরুমে দুটি গ্রুপ পৃথক এ কর্মসূচির আয়োজন করে।

বিবাদমান দুই গ্রুপ পৃথক পৃথক নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালন করেছে। একই সময়ে ও কাছাকাছি স্থানে কর্মসূচির কারনে অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন ছিল।

এইদিকে সেতুমন্ত্রীর ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার নেতৃত্বাধীন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের একাংশ দিবসটি উপলক্ষে শোক র‌্যালি, আলোচনার সভা ও মধ্যাহৃ ভোজের আয়োজন করে। দুপুর ১২টারবসুরহাট পৌরসভার সামনে থেকে শোক র‌্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার বসুরহাট পৌরহলে গিয়ে আলোচনা সভা, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল,সহ-সভাপতি হাসান ইমাম বাদল, সাধারণ সম্পাদক মো.ইউনুছ, উপজেলা যুবলীগের সভাপতি নিজাম উদ্দিন মুন্না, পৌর যুবলীগের সভাপতি লুৎফুর রহমান মিন্টু, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান আরিফ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সজল, সিরাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকনসহ প্রমূখ।

অপরদিকে,সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের তিন ভাগনের নেতৃত্বাধীন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল সমর্থিত উপজেলা আওয়ামীলীগের একাংশ দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের ব্যানারে দুপুর পৌনে ১টার দিকে উপজেলা পরিষদের সামনে থেকে বসুরহাট বাজারে শোক র‌্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার বসুরহাট ডাকবাংলোয় গিয়ে আলোচনা সভা, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও মধ্যাহৃ ভোজের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, উপজেলা আওয়ামীলীগের মুখপাত্র মাহবুবুর রশীদ মঞ্জু, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হক নাজিম, সেতুমন্ত্রীর ভাগনে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সদস্য ফখরুল ইসলাম রাহাত, রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজীস সালেকীন রিমন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শাহীন প্রমূখ।

পত্রিকাএকাত্তর /আবু সাঈদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news