মোরেলগঞ্জ ছাত্রদল কর্তৃক বিক্ষোভ মিছিল

উপজেলা প্রতিনিধি, মোরেলগঞ্জ

২ আগস্ট, ২০২২, ১ year আগে

মোরেলগঞ্জ ছাত্রদল কর্তৃক বিক্ষোভ মিছিল

বাগেরহাটের মোরেলগঞ্জে সারাদেশে ভয়াবহ লোডশেডিং ও জ্বালানি খাতে নজিরবিহীন অব্যবস্থাপনার বিরুদ্ধে বিএনপির কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশে ভোলা জেলা বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বাঁধা ও অন্যায় ভাবে হামলা এবং গুলিবর্ষণ ও নির্যাতনের স্বীকার ভোলা সদর উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে মোরেলগঞ্জ উপজেলা ও পৌরছাত্রদল কর্তৃক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২-৮-২০২২)তারিখ বিকেলে বিক্ষোভ মিছিলটি মোরেলগঞ্জ ফেরিঘাট হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষেমোরেলগঞ্জ কালিকাবাড়ী বাজারে এসে আলোচনা সমাবেশে মিলিত হয়। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মোরেলগঞ্জ উপজেলা ও পৌরছাত্রদল এর কর্মীরা এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন বলে জানান, মোরেলগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃআলী আজিম।

এছাড়াও বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যেউপস্থিত ছিলেন, মোরেলগঞ্জ পৌর ছাত্রদলের (সদস্য সচিব) আরিফুল ইসলাম অনি ও বাগেরহাট জেলা ছাত্রদল এর(যুগ্ন সাধারন সম্পাদক) এস এম আলমামুন।

১০ নং হোগলাবুনিায়া ইউনিয়নছাত্রদল (সভাপতি) তানভির আহমেদ (সাংগঠনিক সম্পাদক) জাহিদুল ইসলাম সহ ১নং তেলিগাতি ইউনিয়নছাত্রদলের (সাধারণ সম্পাদক) ছালছাবিল পারভেজ ও জিওধারা ইউনিয়ন ছাত্রদল থেকে সাইমন রনি, আসলাম খানও রিয়াজুল ফরাজি।

বিক্ষোভ সমাবেশের আলোচনা সভায় দেশের বর্তমান অবস্থা নিয়ে বক্তব্য দেন বক্তারা। তারা বলেন, দেশ আজ সত্যিকার অর্থেই তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে। সরকারের হাতে যথেষ্ট পরিমাণে রিজার্ভ ফান্ড নেই, দায়–দেনায় তারা জর্জরিত।

সীমাহীন দুর্নীতি আর লুটপাটের কারণে দেশে আজ চরম হাহাকার। সরকারের অপরিপক্ক নীতির কারণে আজ ভয়াবহ লোডশেডিংয়ের শিকার হতে হচ্ছে দেশের জনগনকে। তারা সরকারের উদ্দেশে আরও বলেন, দেশের জনগণ বিক্ষুব্ধ, খুব শিগগিরই জনউৎখাতের মাধ্যমে আপনাদের পতন ঘটবে, তাই ব্যর্থতার দায় নিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করুন।

পত্রিকাএকাত্তর /নাজমুল

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news