জামালপুরে বিপুল ভোটে নৌকার হার, স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত

জেলা প্রতিনিধি | জামালপুর

জেলা প্রতিনিধি | জামালপুর

২৯ জুলাই, ২০২২, ১ year আগে

জামালপুরে বিপুল ভোটে নৌকার হার, স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকাকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী মেয়র হিসাবে নির্বাচিত হলেন। ৭৯২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী শেখ মোঃ নুরুন্নবী অপু, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগের মিসেস ফারীন হোসেন, তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৪৭৩২। আজ বুধবার সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয় চলে বিকেল ৪ টা পর্যন্ত।

সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলা কনফারেন্স রুমে উপজেলা রিটার্নিং অফিসার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা বেসরকারিভাবে মেয়রের নাম ঘোষণা করেন।

আজ ২৭ জুলাই সকালে একটি কেন্দ্রে ইভিএম মেশিনে ত্রুটি দেখা দিলে এ কে মেমোরিয়াল কেন্দ্রে কয়েকটি বুথে ভোট গ্রহণ বিলম্বিত হয়। পরে সকাল ১০ থেকে ভোট গ্রহণ শুরু হয়। অনেক ভোটার দুই তিন ঘন্টা লাইনে দাড়িয়ে থেকে অসন্তোষ প্রকাশ করেন। বি এনপি ধানের শীষ প্রতীকের প্রার্থী সাদেক আকতার নেওয়াজী অভিযোগ করেন, ভোট গ্রহণ বিলম্বিত হওয়ায় আমার ভোটাররা ভোট দিতে পারেনি।

এই নির্বাচনে মেয়র পদে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী মিসেস ফারিন হোসেন, সাবেক মেয়র শেখ নুরুন্নবী অপু (জগ), আরেকজন বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র শাহনেওয়াজ, (নারিকেল গাছ) বিএনপির দলীয় প্রার্থী সাদেক আকতার নিয়াজী (ধানের শীষ)।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভা নির্বাচন রিটার্নিং অফিসার কামরুন্নাহার শেফা জানান, সুস্থ সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে পেরে আমরা আনন্দিত।

পত্রিকাএকাত্তর /সাকিব আল হাসান

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news