গণতান্ত্রিক সরকার না থাকার কারণে আজ দেশের বেহাল দশা

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি

২৪ জুন, ২০২২, ১ year আগে

গণতান্ত্রিক সরকার না থাকার কারণে আজ দেশের বেহাল দশা

চট্টগ্রাম মহানগর বিএনপি'র আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, গণতান্ত্রিক সরকার না থাকার কারণে আজ দেশের বেহাল দশা। বর্ষার মৌসুম এর আগে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করে নাই। যার প্রেক্ষিতে হালিশহর, আগ্রাবাদ, চাঁদগাও, বাকলিয়াসহ শহরের অধিকাংশ এলাকা জলাবদ্ধতার শিকার হতে হয়েছে।

নির্দিষ্ট সময়ে প্রকল্পের কাজ শেষ করতে না পারার কারণে আজ নগরীর বেহাল অবস্থা। এর ব্যর্থতার দায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সি.ডি.এ) কোনমতেই এড়াতে পারে না। একদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অন্যদিকে জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানুষ নিদারুণ কষ্টের মধ্যে দিন যাপন করছে। আমরা চট্টগ্রাম মহানগর বিএনপি'র পক্ষ থেকে অবিলম্বে প্রকল্পের কাজ শেষ করে চট্টগ্রামবাসীকে এই দুর্দশা থেকে পরিত্রাণ দেওয়ার আহ্বান জানাচ্ছে।

তিনি আজ বৃহস্পতিবার ২৩ জুন জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ১৭ নং পশ্চিম বাকলিয়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ কালে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ডা. শাহাদাত হোসেন আরো বলেন, বাংলাদেশে আজকে এই সরকার দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রে পরিণত করেছে। চতুর্দিকে অব্যবস্থাপনা ও দূর্নীতি বিরাজ করছে। একটি অনির্বাচিত ও অবৈধ সরকারের কারণে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্টানে দুর্নীতি আর দুর্নীতি। সরকার মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করে জনগণের টাকা বিদেশে পাচার করছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, জনগণ এই ব্যর্থ সরকারকে আর দেখতে চায় না। দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা না হলে জনগণের কোনো সুফল লাভ করবে না। বিএনপি জনগণের যেকোনো দুর্যোগে পাশে আছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি'র আহবায়ক আলহাজ্ব আবু সুফিয়ান বলেন, এই সরকারের অধীনে দেশের কোন মানুষ আজ ভালো নেই। তারা জনগণের কল্যাণে কোন কাজ করছে না। তারা জনগণের পাশে নেই। দুর্নীতি আর দুঃশাসনের মাধ্যমে জনগণের অর্থ লুটপাট করছে।

এর আগে চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন আগামী ২৫ জুন পবিত্র হজ ব্রত পালনের উদ্দেশ্যে পবিত্র মক্কা নগরী যাবেন সে উপলক্ষে বৃহত্তর বাকলিয়া বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ধুনিরপুল ফালাগাজী জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি'র যুগ্ন আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আব্দুল মান্নান, সদস্য মোহাম্মদ আলী, অধ্যাপক নুরুল আলম রাজু, গাজী মোঃ সিরাজ উল্লাহ, কামরুল ইসলাম, নগর বিএনপি'র নেতা ইসহাক চৌধুরী আলিম,মোঃ ইব্রাহীম বাচ্চু,সৈয়দ আমিন মাহমুদ, আলহাজ জাকির হোসেন, এম.আই. চৌধুরী মামুন,মোঃ মহসিন, বেলায়েত হোসেন বুলু,অধ্যাপক খোরশেদ আলম, হাশেম সওদাগর,মোঃ শাহজাহান, ইসমাইল বাবুল, হাজী নবাব খান, মোঃ সেকান্দর,আব্দুল্লাহ আল সগীর, হাজী ইমরান উদ্দিন, হাজী মোহাম্মদ মহিউদ্দিন ইয়াকুব চৌধুরী নাজিম, এম. এ. হালিম বাবলু, সাদেকুর রহমান রিপন, এমদাদুল হক বাদশা, জিয়াউর রহমান জিয়া, মুন্নি বেগম, কামরুন্নেছা,এ.টি.এম. ফরিদ,হাজী মোঃ ইউনুছ, হাজী মোহাম্মদ আইয়ুব, হাজী ইউসুফ, গুলজার হোসেন লেদু, ফোরকান হোসেন, রৌশনগির আমিন, এ.কে.এম.আরিফুল হক ডিউক, আইয়ুব খান, নাছির উদ্দিন চৌধুরী নাসিম, আসাদুর রহমান টিপু,মোঃ সাইফুল, কামরুল ইসলাম, জিয়াউল হক মিন্টু, মোঃ আলাউদ্দীন, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ ইদ্রিস, মেহেদি হাসান, কার্নিজ ফাতেমা, মুস্তাকিম মাহমুদ, ইসমাইল হোসেন লেদু, মোঃ মুসা,মোঃ সুলতান, সামিয়াত আমিন জিসান, মোঃ জাহাঙ্গীর আলম,আনোয়ার হোসেন,মোঃ মাহির, আরিফ প্রমুখ নেতৃবৃন্দ।

পত্রিকাএকাত্তর /ইসমাইল ইমন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news