ডোমারে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

৩০ মে, ২০২২, ১ year আগে

ডোমারে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি, হুমকি প্রদর্শন ও সন্ত্রাসী অছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের নাশকতা-অরাজকতার প্রতিবাদে নীলফামারীর ডোমার পৌর ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০শে মে) সন্ধ্যা ৭টায় ডোমার বাজার বাটার মোড় থেকে ডোমার পৌর ছাত্রলীগের বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাটার মোড়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। ডোমার পৌর ছাত্রলীগের সভাপতি বিজয় রায়ের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল।

পৌর ছাত্রলীগের অন্যতম নেতা আজমির রহমান রিশাদ’র সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মনজুরুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. রফিকুজ্জামান রুবেল, পৌর ছাত্রলীগের অন্যতম নেতা মেহেরাব হোসেন শিশির, তানভীর নেওয়াজ আসিফ প্রমূখ।

এসময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. মনছুর আলী, সম্পাদক মণ্ডলীর সদস্য আবুল কালাম আজাদ, রেজাউল হাসান, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক গণেশ কুমার আগরওয়ালা, পৌর আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. রিফাত হাসান সৌরভ, আসাদুজ্জামান রাসেল, সদর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান সৌরভ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোরছালিন ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাওছার ইসলাম প্রমূখ।

বক্তারা বলেন, যেই সফল রাষ্ট্রনায়কের নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে, তাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পদ্মাসেতু, মেট্রোরেলের মতো মেগাপ্রকল্প বাস্তবায়ন হওয়ায় বিএনপি-জামায়াত ষড়যন্ত্র মূলক ভাবে সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য মরিয়া হয়ে উঠেছে। যারা ডোমারের মাটিতে নাশকতা-অরাজকতা, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করবে, তাদেরকে ছাত্রলীগ শক্তহাতে প্রতিহত করবে।

এছাড়াও বক্তারা ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাঈদ মাহমুদ জুয়েল, বিএনপি নেত্রী সুরাইয়া জেরিন রনিকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানান, অন্যথায় আরও দুর্বার আন্দোলন গড়ার হুশিয়ারি দেন।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news