ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগ-যুবদলের পাল্টাপাল্টি কর্মসূচি

উপজেলা প্রতিনিধি, রাণীশংকৈল

৩০ মে, ২০২২, ১ year আগে

ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগ-যুবদলের পাল্টাপাল্টি কর্মসূচি

একই স্থানে যুবদল ও ছাত্রলীগ পাল্টাপাল্টি কর্মসূচি ডাকায় ছাত্রলীগ-যুবদলের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি করা হয়েছে। সোমবার (৩০ মে) সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো. সামসুজ্জামান স্বাক্ষরিত আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

আদেশে বলা হয়, বিকেল ৩টায় সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট ঈদগাহ মাঠে জাতীয়তাবাদী যুবদল ত্রি-বার্ষিক সম্মেলন এবং বাংলাদেশ ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয়। একই সময় দু'দলের এ কর্মসূচি নিয়ে উত্তেজনা ও সাংঘর্ষিক অবস্থানের কারণে দানারহাট ঈদগাহ মাঠ ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

১৪৪ ধারা জারির পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানায় প্রশাসন।

এ বিষয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. সামসুজ্জামান জানান, সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সাধারণ মানুষের প্রাণনাশের শঙ্কা এবং জানমালের নিরাপত্তাসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

পত্রিকা একাত্তর /আনোয়ার হোসেন আকাশ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news