ডোমারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১৭ মে, ২০২২, ১ year আগে

ডোমারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী ডিজিটাল এবং উন্নয়নশীল বাংলাদেশ গড়ার রূপকার জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ই মে) সন্ধ্যায় ডোমার বাজার বাটার মোড় স্থ আওয়ামী লীগ কার্যালয়ে ডোমার উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জননেত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ডোমার উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মনজুরুল হক চৌধুরী’র সঞ্চালনায় আলোচনা সভার সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল।

এসময় আরও বক্তব্য রাখেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মনজিলুর রহমান, সম্পাদক মণ্ডলীর সদস্য আবুল কালাম আজাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক শাহজাহান সরকার বুলু, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক গণেশ কুমার আগরওয়ালা, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এমদাদুল হক মাসুম, ডোমার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান মোনা প্রমূখ।

বক্তারা বলেন, সামরিকতন্ত্রের জিয়া ইমডেমনিটি আইনের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার স্বদেশে ফিরতে বাঁধা সৃষ্টি করার চেষ্টা করলেও বীর বাঙালির টানে ফিরে এসেছিলেন তিনি। বৈরী আবহাওয়া উপেক্ষা করে লাখো মানুষ সেদিন তাকে অভ্যর্থনা জানিয়েছিলেন।

দীর্ঘ চার দশক ধরে তিনি আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন এবং চারবার সরকারের প্রধানমন্ত্রী হয়ে দেশকে এগিয়ে নিচ্ছেন। বিএনপি-জামাত, স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্র ভেদ করে শেখ হাসিনার উদ্যমী নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে চলছে।

দলের ভেতরে থাকা অনুপ্রবেশকারীদের প্রতিহত করা এখন সময়ের দাবী। দলে অনুপ্রবেশকারী, দুর্নীতিবাজদের জায়গা নেই। যার উদাহরণস্বরূপ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদকে দলীয় পদ থেকে সরানো হয়েছে। এখন সময় এসেছে, সকলে ঐক্যবদ্ধ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ আসনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উপহার দিতে হবে।

আলোচনা সভায় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. মনছুর আলী, ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুন-অর-রশিদ, আওয়ামী লীগ নেতা মো. আবুল কাসেম, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক উম্মে কুলছুম, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আসমা সিদ্দিকা বেবী, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি জাবেদুল ইসলাম সানবীম, পৌর কৃষক লীগের আহ্বায়ক মো. আবু সাঈদ, যুগ্ম-আহ্বায়ক এবাদত হোসেন চঞ্চল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. হাফিজুর রহমান (মন্ত্রী), সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রাকিব প্রমূখ।

উল্লেখ্য, জাতির পিতার হত্যাকাণ্ডের পর প্রায় ছয় বছর নির্বাসিত জীবন কাটিয়ে ১৯৮১ সালের এই দিনে দেশে ফেরেন তাঁর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা। ওই দিন শেখ হাসিনাকে বহনকারী ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে কলকাতা হয়ে ঢাকার তৎকালীন কুর্মিটোলা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে বৈরী আবহাওয়া উপেক্ষা করে তাকে একনজর দেখার জন্য লাখো জনতার ঢল নামে। সেসময় সামরিকতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রকামী জনতার স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে গোটা বিমানবন্দর এলাকা।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news