কক্সবাজার জেলা বিএনপির সমাবেশ

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

৩ জানুয়ারী, ২০২২, ২ years আগে

কক্সবাজার জেলা বিএনপির সমাবেশ

সাবেক সংসদ সদস্য ও বিএনপি'র মৎস্যজীবি বিষয়ক সম্পাদক জননেতা লুৎফুর রহমান কাজল এর নেতৃত্বে কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবিতে কক্সবাজার জেলা বিএনপির সমাবেশ।

পুলিশের তীব্র বাধার মুখে সাংঘর্ষিক পরিস্থিতি এড়াতে এবং স্থান সংকুলান হওয়ায় সমাবেশ ৫ ঘন্টার পরিবর্তে ২ ঘণ্টায় সমাবেশ শেষ করা হয়েছে। তবে অল্প সময়ের মধ্যে এত বড় মাঠ কানায় কানায় পূর্ণ করেছে সদর-রামু আসনের বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এদিকে কক্সবাজার লং বিচ সংলগ্ন একালায় দুপুর সাড়ে ১২টার সময় বিএনপি বিক্ষোভ মিছিলে পুলিশের মুখোমুখি ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে, এতে ঐ এলাকায় তমতমে পরিবেশ বিরাজ করছে।

পরিস্থিতি সামাল দিতে মোতায়ন আছে বাংলাদেশ পুলিশ ফোর্স।

ইশরাক হোসেনর নেতৃত্বে শহরের প্রধান ফটক কলাতলীতে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ সমাবেশ চলমান রয়েছে জেলার বিভিন্ন পয়েন্ট বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের পথসভা ও পেষ্টুন হাতে সমাবেশ করতে দেখা গিয়েছে।

সমাবেশের প্রধান অথিতি সাবেক রাষ্ট্রদূত বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন ১৪৪ ধারা ভঙ্গ করে যে সমাবেশ টি হয়েছে খুব সুন্দর হয়েছে। তিনি আরো বলেন যদি তারা তাদের প্রোগ্রাম অনুসারে করতে পারতো তাহলে সেটি আরো অনেক বিশাল সমাবেশ করতে পারতো।

উক্ত সমাবেশে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি'র মৎস্যজীবি বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news