ডোমারে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

৫ মার্চ, ২০২২, ২ years আগে

ডোমারে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

দ্রব্য ও সেবা সামগ্রীর মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে নীলফামারীর ডোমার উপজেলা ও পৌর বিএনপির আতোজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ই মার্চ) বিকাল ৫টায় ডোমার উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে শুরু করে একটি বিক্ষোভ মিছিল ডোমার বাটার মোড় পৌছালে বাধা দেয় পুলিশ। পরে শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনের নিচ তলায় বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা বিএনপির সভাপতি ও ভোগডাবুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেয়াজুল ইসলাম কালু এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ডোমার পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আখতারুজ্জামান সুমন।

ডোমার পৌর বিএনপির সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন—উপজেলা বিএনপিরসাংগঠনিক সম্পাদক ও পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলরমো. মিজানুর রহমান তুলু, পৌর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আবতাবুজ্জামান আজাবুল, উপজেলা যুবদলের আহ্বায়ক ইফতেখার আলম তিতুমীর, স্বেচ্ছাসেবকদলের উপজেলা আহ্বায়ক ইমরানুল হক আনোয়ার, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম পাপ্পু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব আল আকাশ প্রমূখ।

উপজেলা বিএনপির সভাপতি ও ভোগডাবুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেয়াজুল ইসলাম কালু উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, সারাদেশে দ্রব্যমূল্যে উর্ধ্বগতি ৬০ টাকার সয়াবিন তেল ১৮০ টাকা, ৩০ টাকার চিনি ২০০টাকা, ৬ টাকার সাবান ৪০ টাকা, ৬ টাকার লবণ ৪০ টাকা। কোনো জায়গায় কোনো নিয়ন্ত্রণ নেই। ন্যায়ের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী ২০২৩ সালের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার আপ্রাণ চেষ্টা চালাতে হবে।

উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ও পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আখতারুজ্জামান সুমন বলেন, এ নিশি রাতের সরকার টালমাটাল হয়েছে। পুলিশ প্রশাসন দিয়ে সরকার জনগণ আন্দোলন দাবিয়ে রাখতে চায়। আমরা জনগণ আমাদের কথা বলার অধিকার রয়েছে। দ্রব্যমূল্যের দাম বেড়েছে আমরা প্রতিবাদ করবোই। এই ফ্যাসিস সরকার জনগণের সরকার নয়, তাই জনগণের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। সকল ধরনের অন্যায় রুখতে তিনি সকলকে নির্ভয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

পত্রিকা একাত্তর/ রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news