ভোলায় পুলিশের পাহারায় বিএনপি'র বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত

ভোলা জেলা প্রতিনিধি

২ মার্চ, ২০২২, ২ years আগে

ভোলায় পুলিশের পাহারায় বিএনপি'র বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত
পুলিশের পাহারায় বিএনপি'র বিক্ষোভ ও সমাবেশ

নিশিরাতের অবৈধ সরকারের ভয়াবহ দু:শাসনে, দ্রব্য মূল্যের উর্ধ্বগতি ও বিএনপি চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিএনপি’র কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশ কর্মসূচির অংশ হিসেবে ভোলায় বিক্ষোভ সমাবেশ করেন জেলা বিএনপি। বুধবার (২রা মার্চ) শহরের মহাজনপট্রির জেলা বিএনপির কার্যালয় সংলগ্ম এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তারা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতা মধ্যে রাখার দাবী জানানো হয়। বক্তারা আরো বলেন, অযোগ্য ব্যক্তিদের মন্ত্রীত্বে রাখার কারনেই আজ দেশের দ্রব্য মূল্যের দাম দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। সমস্ত বেহায়া মন্ত্রীদের পদত্যাগ করা উচিৎ।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর-রশিদ ট্রুম্যান এর সভাপতিত্বে যুগ্ম সম্পাদক কবির হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা এডভোকেট সৈয়দ মোহাম্মদ শামছুল আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষকদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ন কবির সোপান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সদর থানা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন।

আরো বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুর কাদের শেলিম, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আলামিন, সহ সভাপতি মোন্তাসির আলম রবিন চৌধুরী, ছাত্রদলের সভাপতি নুরে আলম, সাধারণ সম্পাদক আলমিনসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি রাইসুল আলম, জেলা যুবদলের সহ সভাপতি ফখরুল ইসলাম ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম,ভোলা জেলা যুবদলের ত্যাগীনেতা রাজপথের লড়াকু সৈনিক মোঃইউসুফ হোসেন সুমন জেলা সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আকবার আকন, সহ সভাপতি মীর রনি, জেলা কৃষকদলের সভাপতি আবদুর রহমান সেন্টু, সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।

পত্রিকা একাত্তর/ মহিউদ্দিন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news