‘আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মাসেতু’—এই স্লোগানকে সামনে রেখে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে, বাঙালি জাতির স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষ্যে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ।
শনিবার (২৫শে জুন) বিকালে ডোমার থানা সংলগ্ন ছাত্রলীগ কার্যালয় থেকে ডোমার উপজেলা ও কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান মানিক, সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি মো. মনিরুল ইসলাম মনির, সাধারণ সম্পাদক মো. স্বপন রহমান, সহ-সভাপতি মো. নুর আলম ইসলাম, সৈয়দপুর পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাফিজুর রহমান সাগর, সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. সোহেল রানা, সোনারায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. সাহেব আলী, সাধারণ সম্পাদক মো. সোহানুর রহমান সুমন, চিলাহাটি আঞ্চলিক শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. মোকাদ্দেস হোসেন, কেতকীবাড়ী ইউনিয়ন ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম প্রমূখ সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।