সাভারের আশুলিয়ায় চাঁদাবাজীর মামলায় গ্রেফতার সুমন মীরকে কারাগরে প্রেরণ করেছেন আদালত। রোববার (১৬ অক্টোবর) দুপুরে আশুলিয়া থানা থেকে তাকে ঢাকার মূখ্য আদালতে পাঠানো হয়। পরে তাকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এরআগে, শনিবার (১৫ অক্টোবর) রাত ১০ টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় শাহিন আলম নামের আরও এক আসামি গ্রেপ্তার করা হয়।
গ্রেফতার আসামিরা হলো- আশুলিয়া জামগড়া এলাকার তমিজউদদীন মীরের ছেলে সুমন মীর (৩২) ও একই এলাকার আপহাজ আলীর ছেলে শাহিন আলম (২৮)।
পুলিশ জানায়, সুমন মীরের বিরুদ্ধে দেশীয় অস্ত্র-স্বস্ত্র নিয়ে হামলা, চাঁদা দাবি ও চুরির মামলা ছিল। সেই মামলায় গতকাল রাতে র্যাব-পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আজ দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়। আদালত তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত রায় জানান, আটককৃত আসামীদের আজ দুপুরে আদালতে প্রেরণা করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন
পত্রিকা একাত্তর