চট্টগ্রাম কিশোর গ্যাং লিডার অস্ত্রধারী সন্ত্রাসী বহু মামলার আসামি একসময়ের সরকারি দলের শীর্ষ সন্ত্রাসী শাহজাহান প্রকাশ লাল বাদশা’র অত্যাচারে অতিষ্ঠ তালতলা ইসলামপুর মাঝির ঘোনার সাধারণ জনগণ।
শাহজাহান প্রকাশ লাল বাদশা’র অত্যাচারে অত্র এলাকা ছেড়েছে শত শত পরিবার, বলছেন এলাকাবাসী। শাহজাহান প্রকাশ লাল বাদশা, তার মূলত কাজ সরকারি নীলাভূমি সৌন্দর্যের পাহাড় দখল করে প্লট বাণিজ্য, এবং পাহাড়ের আনাচে-কানাচে বসতী গড়ে তুলে ভাড়া দেওয়া।ঐ সব এলাকা নিয়ন্ত্রণে গড়ে তুলেছে বেশ কিছু কিশোর গ্যাং।
মাদকের আস্তানা,অস্ত্রধারী সন্ত্রাসী’র প্রশিক্ষণ কেন্দ্র, অত্র এলাকায় হাজার হাজার সাধারণ জনগণ কে জিম্মি করে কামিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা তার সন্ত্রাসী কার্যকলাপে কেউ বাধা সৃষ্টি করলে তাকে গুনতে হয় মিথ্যা মামলা, হয়রানি, অপরণসহ খুন গুম নির্যাতন, এমনটাই বলছেন নাম প্রকাশের অনিচ্ছুক অত্র এলাকায় বসবাসরত একাধিক পরিবার।
প্রশাসনের শত নজরদারি থাকার পরেও অস্ত্রধারী কিশোর গ্যাং লিডার ভূমিদস্যু শাহজাহান প্রকাশ লাল বাদশা’র কব্জা থেকে রক্ষা নেই সরকারি নীলাভূমি সৌন্দর্যের পাহাড়।
চট্টগ্রাম নগরীর ২ নং জালালাবাদ ওয়ার্ড বায়েজিদ বোস্তামী থানা এলাকা তালতলা, ইসলামপুর, মাঝির ঘোনাসহ অত্র এলাকার সরকারি ও প্রাকৃতিক সৌন্দর্য পাহাড় কেটে প্লট বাণিজ্য করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে ভূমিদস্যু শাহজাহান প্রকাশ লাল বাদশার একটি চক্র।
যারা কিনা প্রশাসনকে তোয়াক্কা না করে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিনিয়ত সরকারি ভূমি প্রকৃতির সৌন্দর্যের পাহাড় ধ্বংস করে প্লট বাণিজ্য করে যাচ্ছে, পাহাড় খেকো ভূমিদস্যু শাহজাহান প্রকাশ লাল বাদশা সহ , ভূমিদস্যু আরিফ, প্রকাশ পেট কাটা আরিফ, একাধিক মামলার আসামি বিরোধী দলীয় নেতা, বাবুল প্রকাশ ভূমিদস্যূ বাবুল, ভূমিদস্যু জামাল,ভূমিদস্যু কুখ্যাত সন্ত্রাসী কামাল একাধিক মামলার আসামি কোরবান আলী।
চট্টগ্রামের জেলা প্রশাসক সহ অন্যান্য স্থানীয় এমপি মন্ত্রী ওয়ার্ড কাউন্সিলর চসিক মেয়রসহ শত চেষ্টা করেও সৌন্দর্যের পাহাড় রক্ষায় ব্যর্থ হচ্ছেন বারবার এরকমটাই বলছেন অত্র এলাকার জনসচেতন মহল।
তারা আরো বলছেন প্রশাসন জনপ্রতিনিধি, মেয়র, এমপি থেকেও ক্ষমতাশীল লোক ভূমিদস্যু শাহজাহান প্রকাশ লাল বাদশাহ ও লাল বাদশা’র লালিত পালিত সন্ত্রাসী বাহিনী। শাহজাহান প্রকাশ লাল বাদশা’র সাথে মুঠোফোনে আমাদের প্রতিনিধি একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও কোন রকমে যোগাযোগ করতে পারেননি।
আরিফ প্রকাশ ভূমিদস্যু পেট কাটা আরিফ, তার মুঠোফোনে এই প্রতিবেদকে ফোন করলে তার মোবাইলে রিং হওয়ার পর বন্ধ পাওয়া যায়। বাবলু প্রকাশ ভূমিদস্যু বাবলু তার সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন আপনাদের যা খুশি তাই লিখেন আমার কিছু যায় আসেনা।
এবং শাহজাহান প্রকাশ লাল বাদশার আরো বেশ কয়েকজন সন্ত্রাসী তার লালিত পালিত সন্ত্রাসী বাহিনীর সাথে মুঠোফোনে আমাদের প্রতিনিধি কথা বললে তারা এই প্রতিনিধিকে বলে যা নিউজ করার করেন কি হবে নিউজ করে। প্রত্যেকের নামে চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এই সব সন্ত্রাসী,ভুমি দস্যুদের বিরুদ্ধে। তবুও কেনো ওরা প্রশাসনের নাগালের বাহিরে? প্রশ্ন স্থানীয় সচেতন মহলের।
পত্রিকা একাত্তর/ ইসমাইল ইমন
আপনার মতামত লিখুন :