ডোমারে ইউনিয়ন পর্যায়ে এএনসি/পিএনসি চেকআপ ক্যাম্প

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১৮ জুন, ২০২২, ১ year আগে

ডোমারে ইউনিয়ন পর্যায়ে এএনসি/পিএনসি চেকআপ ক্যাম্প

নীলফামারী জেলার ডোমার উপজেলায় ইউনিয়ন পর্যায়ে গর্ভবতী নারীদের এএনসি ও পিএনসি (প্রসব পূর্ব ও প্রসব পরবর্তী) চেকআপ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ই জুন) সকালে উপজেলার ৪নং জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পরিকল্পনা এবং নির্দেশনায় অনুষ্ঠিত এএনসি ও পিএনসি চেকআপ ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—৪নং জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাখাওয়াত হাবিব বাবু।

ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী’র নেতৃত্বে চেকআপ ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন—উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. আবুল আলা, ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মো. বেলাল উদ্দীন, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমান, স্বাস্থ্য সহকারী আনজারুল হক মিলন প্রমূখ।

৪নং জোড়াবাড়ী ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হাবিব বাবু ডোমার উপজেলা স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানান এবং গর্ভবতী মায়ের নিয়মিত চেকআপ কার্যক্রম চলমান রাখার আহ্বান জানান।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ও মিড ওয়াইফদের দ্বারা চেকআপ ক্যাম্পে প্রথম দিনেই মেডিকেল টিম কর্তৃক ইউনিয়নটির ১৭৬ জন গর্ভবতী নারীকে সেবা প্রদান করা হয়েছে। চেকআপ ক্যাম্প বাস্তবায়নে উপজেলার সকল স্বাস্থ্য সহকারী, সিএইচসিপি, এমএইচভি পদধারীরা এবং বেসরকারি সংস্থার (এনজিও) কর্মীরা কাজ করেছেন।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news