ডোমারে ‘জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন’ উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১৫ জুন, ২০২২, ১ year আগে

ডোমারে ‘জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন’ উদ্বোধন
এক শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে ‘জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন’ এর উদ্বোধন করলেন ডোমার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার।

নীলফামারীর ডোমারে শিশুদের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে উদ্বোধন করা হলো ‘জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন।

বুধবার (১৫ই জুন) সকাল সাড়ে ১০টায় ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বাস্তবায়নে ‘জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন’ এর উদ্বোধন করেন—ডোমার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তপন কুমার রায়’র সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন—উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. আবুল আলা, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. হাবিবুর রহমান সিদ্দিকী, ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মো. বেলাল উদ্দীন, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমান প্রমূখ।

ডোমার উপজেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়, এবারের ক্যাম্পেইনে গোটা উপজেলার মোট ৪৬ হাজার শিশুকে ভিটামিন-এ প্লাস খাওয়ানো হবে। জন্মের পর ৬ মাস থেকে ৫৯ মাস বয়সের সকল শিশুদের ইপিআই ক্যাম্প অনুযায়ী প্রতিদিন ২টি ব্লকে লক্ষ্যমাত্রা অনুযায়ী ভিটামিন-এ প্লাস খাওয়ানো হবে।

পত্রিকা একাত্তর / রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news