ডোমারে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

৯ জুন, ২০২২, ১ year আগে

ডোমারে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা
বক্তব্য রাখছেন জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভার সভাপতি ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তপন কুমার রায়।

নীলফামারীর ডোমারে ‘জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন/২২’ এর উপজেলা অবহিত করণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ই জুন) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অবহিতকরণ ও পরিকল্পনা সভায় সভাপতিত্ব করেন—উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তপন কুমার রায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মো. বেলাল উদ্দীনের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন—ডোমার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আমির হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. আবুল আলা, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমান প্রমূখ।

উল্লেখ্য, আগামী ১২–১৫ই জুন অব্ধি উপজেলার প্রত্যেক ইউনিয়ন, স্বাস্থ্য সেবা কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকে শিশুদের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এবার ডোমার উপজেলার প্রায় ৫১ হাজার শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় আনা হবে।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news