রমজানে নিরাপদ খাদ্য নিশ্চিতে তৎপর ডোমার স্বাস্থ্য বিভাগ

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

৬ এপ্রিল, ২০২২, ২ years আগে

রমজানে নিরাপদ খাদ্য নিশ্চিতে তৎপর ডোমার স্বাস্থ্য বিভাগ

পবিত্র মাহে রমজানে নীলফামারীর ডোমারে নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রতিনিয়ত হাট-বাজার পরিদর্শন ও ব্যাপক তৎপরতা চালাচ্ছে ডোমার উপজেলা স্বাস্থ্য বিভাগ। এতে প্রশংসা কুড়াচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রতিদিনের মতো আজ মঙ্গলবারও (৫ই এপ্রিল) ডোমার উপজেলার বোড়াগাড়ি হাট ও আশেপাশের বাজারে নিরাপদ খাদ্য নিশ্চিতে পরিদর্শনে নামেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমান। রমজান মাসে ইফতারির পসরা সাজানো দোকানিদের উদ্দেশ্যে স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন জায়গায় স্বাস্থ্যসম্মত খাবার তৈরির অনুরোধ করেন তিনি।

এ বিষয়ে নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমান জানান, ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী’র নির্দেশনায় উপজেলার সকল হাট-বাজারে নিরাপদ খাদ্য নিশ্চিতে কাজ করে যাচ্ছি। পবিত্র রমজান মাসে স্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাদ্য নিশ্চিতে বাড়তি নাম নজরদারি রয়েছে। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় যদি স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সরবরাহ করা হয়, তাহলে ক্রেতা ও বিক্রেতা সহ সবাই ভালো থাকবেন।

উল্লেখ্য, এর আগে উপজেলার সকল হাট-বাজারে অভিযান চালিয়ে নিরাপদ খাদ্য নিশ্চিতে কাজ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। উপজেলা নির্বাহী কর্মকর্তা কিংবা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানাও করা হয়েছে একাধিকবার।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news