ডোমারে ষাটোর্ধ্বদের বুস্টার ডোজ প্রদান শুরু

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১ জানুয়ারী, ২০২২, ২ years আগে

ডোমারে ষাটোর্ধ্বদের বুস্টার ডোজ প্রদান শুরু

ষাটোর্ধ্ব বয়সী নারী ও পুরুষকে করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধী বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। নীলফামারীর ডোমারে নতুন বছরের প্রথম দিনেই ডোজটি প্রদান করা শুরু হয়েছে আজ।

শনিবার (০১লা জানুয়ারী) সকালে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী টিকাদান কেন্দ্রে বুস্টার ডোজ প্রদানের উদ্বোধন করেন– ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী।

এসময় টিকাদানে সহায়তা করেন– ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তপন কুমার রায়, মেডিকেল অফিসার (এমওডিসি) ডা. আবুল আলা, ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মো. বেলাল উদ্দীন, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমান প্রমুখ।

টিকা প্রদানের প্রথম দিনে দেশ ও জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা, পৌর কমান্ড মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ইলিয়াস হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, ডোমার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মো. আবু সুফিয়ান লেবু, বিশিষ্ট সাংবাদিক মো. সফিয়ার রহমান রতন সহ সমাজসেবক, সাংবাদিক, কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ টিকা গ্রহণ করেন।

ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী জানান, করোনা প্রতিরোধী বুস্টার ডোজ প্রধানত তিনটি শর্ত পূরণ হলেই দেওয়া হচ্ছে। টিকা পেতে ফ্রন্ট লাইনার ছাড়াও ৬০ বছর বা তার অধিক বয়স হতে হবে, দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার বয়স ৬ মাস বা তার অধিক হতে হবে এবং মোবাইলে বার্তা পেতে হবে। আমাদের টিকা প্রদানের প্রথম দিনেই অনেকজন টিকা গ্রহণ করেন। ধীরে ধীরে সকলকেই বুস্টার ডোজের আওতায় আনা হবে।

উল্লেখ্য, এর আগে ডোমার উপজেলায় কোভিশিল্ড, মর্ডানা, সিনোফার্ম, এস্ট্রোজেনেকা নামক কোভিড-১৯ প্রতিরোধী টিকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিক কিংবা গণ-টিকার আওতায় এনে ইউনিয়ন ভিত্তিক কেন্দ্র গঠন করে সাধারণ মানুষের মাঝে প্রদান করা হয়।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news