ডোমারে শিশুবান্ধব হাসপাতাল কর্মসূচী বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১৫ মার্চ, ২০২২, ২ years আগে

ডোমারে শিশুবান্ধব হাসপাতাল কর্মসূচী বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নীলফামারীর ডোমারে চারদিন ব্যাপী শিশুবান্ধব হাসপাতাল কর্মসূচী বিষয়ক প্রশিক্ষণ চলছে। গতকাল উদ্বোধন হওয়া প্রশিক্ষণে অংশ নিয়েছেন ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সোমবার (১৪ই মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে ২য় দিনের মতো অনুষ্ঠিত হয় শিশুবান্ধব হাসপাতাল কর্মসূচী বিষয়ক প্রশিক্ষণ। এতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তাহমিনা সুলতানা ও মেডিকেল অফিসার (এমওডিসি) ডা. আবুল আলা।

উল্লেখ্য, ১৩–১৬ মার্চ অব্ধি চলবে চারদিন ব্যাপী শিশুবান্ধব হাসপাতাল কর্মসূচী বিষয়ক প্রশিক্ষণ। এতে নবজাতক শিশুদের জন্য হাসপাতালের পরিবেশ, শিশুদের রোগ নিয়ন্ত্রণ ও সেবা নিশ্চিতের উপর বিষদ আলোচনা করা হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের জাতীয় পুষ্টি সেবার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধন করেছেন ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news