ডোমারে 'এ্যাডলোসেন্ট সেবা সপ্তাহ' উদযাপন

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২৯ ডিসেম্বর, ২০২১, ২ years আগে

ডোমারে 'এ্যাডলোসেন্ট সেবা সপ্তাহ' উদযাপন

নীলফামারীর ডোমারে এ্যাডলোসেন্ট ফ্রেন্ডলি হেল্থ সার্ভিসেস এর 'এ্যাডলোসেন্ট সেবা সপ্তাহ' উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও স্বাস্থ্য শিক্ষা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯শে ডিসেম্বর) ডোমার বালিকা বিদ্যা নিকেতনের নবম ও দশম শ্রেণির ছাত্রীদের সমন্বয়ে 'এ্যাডলোসেন্ট সেবা সপ্তাহ' উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী।

ডোমার বালিকা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মো. গোলাম ফারুকের সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মো. বেলাল উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (এমওডিসি) ডা. আবুল আলা, ডেন্টাল সার্জন ডা. রুবিনা আফরোজ, ইউনিসেফ প্রতিনিধি আবিদা সুলতানা, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমান, স্বাস্থ্য সহকারী হামিদুল ফেরদৌস পুলক, জুননুরাইন জুন্নুন প্রমুখ।

এর আগে, ছাত্রীদের এ্যাডলোসেন্ট সম্পর্কিত জরুরী স্বাস্থ্য শিক্ষা প্রদান করা হয়। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় ৫ জন বিজয়ী ছাত্রীকে পুরষ্কার হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news