ডোমারে ‘জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহ’ উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১৯ জানুয়ারী, ২০২২, ২ years আগে

ডোমারে ‘জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহ’ উদ্বোধন
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

নারীদের জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহ–২০২২ এর উদ্বোধন করা হয়েছে। নীলফামারীর ডোমারে জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার শনাক্তকরণের লক্ষ্যে ভায়া ক্যাম্পও অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯শে জানুয়ারী) সকালে ডোমার উপজেলার সোনারায় কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য অধিদপ্তরের মেটারনাল হেলথ্ প্রোগ্রামের বাস্তবায়নে ও ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে ভায়া ক্যাম্পের উদ্বোধন করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (এমওডিসি) ডা. আবুল আলা, ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মো. বেলাল উদ্দীন, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমান প্রমুখ।

স্বাস্থ্য বিভাগ সুত্রমতে জানা যায়, ১৯—২৫ জানুয়ারী অব্ধি নারীদের জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহ উদযাপন করা হবে। ক্যান্সার প্রতিরোধে ভায়া ক্যাম্পের মাধ্যমে পরীক্ষা করে রোগীদের চিকিৎসা প্রদান করা হবে। প্রথমদিনের ভায়া ক্যাম্পে ৬৫ জনের ভায়া নমুনা পরীক্ষা করে ৫ জনকে শনাক্ত করা হয়েছে।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news