শান্তিপূর্ণভাবে বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটের পরীক্ষা

জেলা প্রতিনিধি | জামালপুর

জেলা প্রতিনিধি | জামালপুর

১৩ আগস্ট, ২০২২, ১ year আগে

শান্তিপূর্ণভাবে বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটের পরীক্ষা

জামালপুরের মেলান্দহ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি) কেন্দ্রে শনিবার (১৩ আগস্ট) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

ওইদিন দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় বশেফমুবিপ্রবি ও মালঞ্চ এমএ গফুর উচ্চ বিদ্যালয়ে মোট ১৪৪১ জন শিক্ষার্থী অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ ভর্তি পরীক্ষার হল সমূহ পরিদর্শন করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রোজারার মোহাম্মদ আবদুল মাননান, ভর্তি কমিটির প্রধান সমন্বয়ক প্রফেসর ড. সুশান্ত কুমার ভট্টাচার্য, রেজিস্ট্রার জনাব সৈয়দ ফারুক হোসেন, আইটি কনসালট্যান্ট প্রফেসর ড. খাদেমুল ইসলাম মোল্লা, GST গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভাপতি ও উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে এবার দ্বিতীয় বারের মতো ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া স্থানীয় একটি স্কুলে পরীক্ষার কেন্দ্র স্থাপন করা হয়েছে। ভর্তিচ্ছুক শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের পদচারণায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুখরিত হয়ে উঠেছে।

সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী-অভিভাবক, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান উপাচার্য।

বি-ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, আশা করি আগামী ২০ আগস্ট অনুষ্ঠিতব্য ‘সি ইউনিটে’র ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে সংশ্লিষ্ট সকল মহল আন্তরিক সহযোগিতা অব্যাহত রাখবেন।

এর আগে যথাযথ স্বাস্থবিধি অনুসরণ করে সকাল সাড়ে ১১টা থেকে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয়। এদিকে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রক্টরিয়াল বডির নেতৃত্বে ক্যাম্পাসে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিলেন।

পত্রিকাএকাত্তর /সাকিব আল হাসান

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news