বশেমুরবিপ্রবিতে ১২ দফা দাবিতে অফিসার্স এসোসিয়েশনের মানববন্ধন

বশেমুরবিপ্রবি প্রতিনিধি

২০ জুন, ২০২২, ১ year আগে

বশেমুরবিপ্রবিতে ১২ দফা দাবিতে অফিসার্স এসোসিয়েশনের মানববন্ধন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) প্রণীত পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের ‘কর্মকর্তা/কর্মচারী নিয়োগ, পদোন্নতি ও পদোন্নয়ন সংক্রান্ত ন্যূনতম যোগ্যতার নির্দেশিকা-২০২২’ এ বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন ঘোষিত ১২ দফা অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) অফিসার্স অ্যাসোসিয়েশন।

রোববার (১৯ জুন) বিকা ৪ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক মানববন্ধনে এ দাবি জানান কর্মকর্তা নেতারা।

বশেমুরবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মিরাজ সিকদারের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বশেমুরবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তুহিন হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক এসএম গোলাম হায়দার। এ সময় উপস্থিত ছিলেন অফিসার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি নজরুল ইসলাম হিরা,রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ মোরাদ হোসেন, ইঞ্জিনিয়ার এসএম ইস্কান্দার আলী,উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মিকাইল ইসলাম, জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মাহবুবুল আলম প্রমুখ।

মানববন্ধনে বশেমুরবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অভিন্ন নীতিমালায় বিপক্ষে নই, কিন্তু কর্মককর্তা-কর্মচারীদের পেশাগত বৈষম্য দূরীকরণে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন কর্তৃক ঘোষিত ১২ দফা অন্তর্ভুক্ত করে নীতিমালা প্রণয়ন আমাদের প্রাণের দাবি।’

কর্মসূচিতে বক্তারা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নীতিমালায় আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন কর্তৃক ঘোষিত ১২ দফা অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news