স্থগিতকৃত কর্মসূচি সম্প্রসারণ না করার সিদ্ধান্ত বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির

বশেমুরবিপ্রবি প্রতিনিধি

১৪ জুন, ২০২২, ১ year আগে

স্থগিতকৃত কর্মসূচি সম্প্রসারণ না করার সিদ্ধান্ত বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির

ইউজিসি কর্তৃক ঘোষিত শিক্ষক নিয়োগের অভিন্ন নীতিমালা রিজেন্ট বোর্ডে উত্থাপন না করা, যারা উচ্চতর পদে আবেদনের যোগ্যতা অর্জন করেছেন তাদের বোর্ড সম্পন্ন করে দ্রুত আপগ্রেডেশন প্রদানসহ মোট তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে গত ২ জুন থেকে একাডেমিক কার্যক্রম থেকে কর্মবিরতির ঘোষণা দেয় বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি। এরপর টানা চার কার্যদিবস কর্মবিরতি পালনের পর উপাচার্যের আশ্বাসে কর্মবিরতি কর্মসূচি স্থগিত করে একাডেমিক কার্যক্রমে অংশ নেন শিক্ষকবৃন্দ।

এদিকে গতকাল ১৩ জুনের মধ্যে সমস্যার সমাধানের আশ্বাসে শিক্ষক সমিতির কর্মসূচি স্থগিত করলেও সমস্যার সমাধান হয় নি। আজ মঙ্গলবার (১৪ জুন) বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য শেখ কবিরের সাথে সাক্ষাৎ করে শিক্ষক সমিতি।

পরবর্তীতে শিক্ষক সমিতির স্থগিতকৃত কর্মসূচি আপাতত সম্প্রসারণ না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শিক্ষক সমিতির প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন বলেন , "বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ সুষ্ঠুভাবে চলমান রাখতে শিক্ষক সমিতির স্থগিতকৃত কর্মসূচি আপাতত সম্প্রসারণ না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। "

শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ কামরুজ্জামান বলেন, "আমাদের স্থগিতকৃত কর্মসূচি আপাতত আর সম্প্রসারণ করা হচ্ছে না। শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম নিয়মিতভাবেই চলবে।

পত্রিকা একাত্তর /ইয়ামিনুল হাসান

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news