রাসুল (সা.)কে কটূক্তির প্রতিবাদে ইবি শিক্ষক সমিতির মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

১৪ জুন, ২০২২, ১ year আগে

রাসুল (সা.)কে কটূক্তির প্রতিবাদে ইবি শিক্ষক সমিতির মানববন্ধন

রতে বিজেপির মুখপাত্র নূপুর শর্মা এবং দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দাল কর্তৃক রাসুল (সা.)কে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

মঙ্গলবার (১৪ জুন) সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ব্যানারে মানববন্ধনে উউপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে ও অধ্যাপক ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় বক্তারা বলেন, বাংলাদেশ সম্প্রিতির দেশ। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ভারতের অবদান এদেশ সবসময় স্বরণ করে। তবে ভারতীয় দুই নেতা মহানবী সম্পর্কে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তা মুসলিম উম্মাহ সেন্টিমেন্টে আঘাত করে। মানববন্ধনে এই দুই কুলাঙ্গারের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানানো হয় বাংলাদেশ ও ভারতের সরকারের। পাশাপাশি ভারতে চলমান মুসলমানদের উপর নির্যাতন অনতিবিলম্বে বন্ধের আহ্বান করা হয় মানববন্ধনে।

এবিষয়ে প্রধান অতিথির বক্তব্যে ড. মিজানূর রহমান বলেন, ইসলাম এমন এক ধর্ম যা অনুভব ধর্মকে অসম্মান, অবজ্ঞা করে না। কিন্তু ভারতে দুই বিজেপি নেতার কুরুচিপূর্ণ মন্তব্যে তিনি শিক্ষক সমিতির পক্ষ থেকে তিব্র নিন্দা জানান। তিনি আরো বলেন, বিশ্বের কেউ ধর্মের প্রতি অবমাননা করে টিকতে পারে নাই। তিনি ভারতীয় সরকারের প্রতি আইনানুসারে বিচারের দাবি তুলেন। পাশাপাশি নূপুর শর্মা ও নাভিন জিন্দালের হেদায়েত কামনা করেন।

পত্রিকা একাত্তর /সামী আল

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news