ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রশ্নপত্রে তথ্যগত ভুল

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১৩ জুন, ২০২২, ১ year আগে

ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রশ্নপত্রে তথ্যগত ভুল
ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মূল ফটক

নীলফামারীর ডোমার উপজেলার মাধ্যমিক পর্যায়ের একমাত্র সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রশ্নপত্রে তথ্যগত ভুল থাকায় সমালোচনার ঝড় বইছে। এতে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকেরা উদ্বেগ প্রকাশ করেছে।

সোমবার (১৩ই জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া প্রশ্নপত্রটি ছিল ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অর্ধ বার্ষিক পরীক্ষার অষ্টম শ্রেণির বাংলা (সৃজনশীল) পরীক্ষার। যেখানে শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ও ঠিকানায় উল্লেখ রয়েছে ‘ডোমার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, দেবীগঞ্জ, পঞ্চগড়’।

মূলতঃ ডোমার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের অবস্থান ডোমার উপজেলার ডোমার পৌরসভার বাটার মোড় থেকে স্টেশন রোড এলাকায়। আর ডোমার শহর থেকে প্রায় ৭ কি.মি. দূরে পার্শ্ববর্তী পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা।

এবিষয়ে ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. লিপি আক্তার বলেন, এটি একটি প্রিন্টিং মিস্টেক। আমরা যেখানে প্রশ্নগুলো ছাপাতে দিয়েছি, তারাই এমন ভুল করেছে। আমাদের বিদ্যালয়ে মাত্র ৭ জন শিক্ষক-শিক্ষিকা নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছি। সামনে এসএসসি পরীক্ষা নিয়ে আমরা ব্যস্ত সময় পার করায় বিষয়টি লক্ষ্য করা সম্ভব হয় নি। পরবর্তীতে যেন এমন ভুল না হয় সেজন্য আমরা পদক্ষেপ গ্রহণ করবো।​​​​​

স্কুলের শিক্ষার্থীর এক অভিভাবক আশরাফুল ইসলাম মিলন বলেন, এতদিন যাবৎ সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি। কিন্তু বিগত কয়েক বছর ধরে পড়ালেখা ও ফলাফলের মান নিম্নমুখী। পরীক্ষার প্রশ্নপত্রে এমন তথ্যগত ভুল সত্যিই দুঃখজনক ব্যাপার। সেখানে ডোমার, নীলফামারীর পরিবর্তে দেবীগঞ্জ, পঞ্চগড় লেখাটা সমুচিত হয় নি। কর্তৃপক্ষ এর দায় এড়াতে পারে না।

উল্লেখ্য, একই দিনে ভাইরাল হয়েছে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার রচনামূলক প্রশ্নে তথ্যগত ভুল। সেখানে লেখা হয়েছে, ডোমার অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news