কলেজে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি

৬ জুন, ২০২২, ১ year আগে

কলেজে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। এই প্রযুক্তি আমাদের জীবনে প্রতিনিয়ত করছে গতিশীল, দিয়েছে আমাদের কর্মবিমুখ জীবনে এক নতুন মাত্রা। এ প্রযুক্তির কারণে এই সুবিশাল পৃথিবী আজ সকলের কাছে পরিনত হয়েছে একটি ছোট গ্লোবাল ভিলেজে।

কিন্তু সবসময় এই প্রযুক্তি আমাদের জন্যে আর্শীবাদ বয়ে আনছে না। মোবাইল ফোন, স্মার্টফোন, ল্যাপটপ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের অপব্যবহার প্রতিনিয়ত জনজীবনে সৃষ্টি করছে বিভিন্ন সমস্যা।

রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের ক্যাম্পাসে অবস্থান করা অবস্থায় মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করছে প্রশাসন। এতে আরও উল্লেখ করা হয়, ক্লাসরুমে ক্লাস চলাকালীন অবস্থায়, বারান্দা কিংবা খেলার মাঠে বা ক্যাম্পাসের অন্যত্র যদি মোবাইল ফোন ব্যবহার করতে দেখা যায় তাহলে মোবাইল বাজেয়াপ্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে অভিভাবকদের মধ্যে সৃষ্টি হয়েছে এক মিশ্র প্রতিক্রিয়া। এ বিষয়ে জানতে চাইলে এক অভিভাবক জানান, '' কলেজ হচ্ছে পড়াশোনা করবার জায়গা। এইখানে মোবাইল ফোন ব্যবহারের কোন যৌক্তিকতা তিনি খুঁজে পান না। ''

তিনি আরও যোগ করেন, ''ক্লাসরুমে মোবাইল ফোন নিয়ে অবস্থান করলে সারাক্ষণ মনোযোগ থাকে মোবাইলের স্কিনে। এখন মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের কারণে মোবাইলে নিয়ে অবস্থান করতে পারবেন না, কাজেই পূর্ণ মনোযোগ থাকবে তার পড়াশোনায়। ''

একাদশ শ্রেণির একজন ছাত্রীর অভিভাবক জানান, ''তাঁর মেয়ে ডেমরার মাতুয়াইল থেকে এ কলেজে আসেন। বাসা দূরে হওয়ার বাড়তি চিন্তায় থাকতে হয়। এক্ষেত্রে যদি অনুমতি সাপেক্ষে সাধারণ মোবাইল ব্যবহারের অনুমতি দেওয়া হয় তাহলে যাদের বাসা দূরে তারা পরিবারের সাথে একটু যোগাযোগ করতে পারতো।''

এদিকে কলেজ প্রশাসনের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাংবাদিক সমিতি (সোকসাস)।

পত্রিকা একাত্তর /অপূর্ব চক্রবর্তী

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news