ডোমারের পাঁচ কৃতি শিক্ষার্থীর মেডিকেল জয়

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

৫ এপ্রিল, ২০২২, ২ years আগে

ডোমারের পাঁচ কৃতি শিক্ষার্থীর মেডিকেল জয়

দেশের সরকারী-বেসরকারী মেডিকেল কলেজগুলোর ২০২১–২২ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফলে নীলফামারীর ডোমার উপজেলার ৫ জন কৃতি শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন। তাদের এই সাফল্যে ডোমারবাসীর আনন্দ প্রকাশ।

মঙ্গলবার (৫ই এপ্রিল) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ২০২১-২০২২ শিক্ষাবর্ষ এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এ ফল প্রকাশ করেন।

নীলফামারীর ডোমার উপজেলার পাঁচ কৃতি শিক্ষার্থী হলেন—ডোমার পৌরসভার পূর্ব চিকনমাটি পাঠানপাড়ার নাহিদুর রহমান সৌভিক (নোয়াখালী মেডিকেল কলেজ), মিরজাগঞ্জ খারিজা ভাজনি এলাকার ক্ষীতিশ চন্দ্র রায় (শেরে বাংলা মেডিকেল কলেজ, বরিশাল), জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জের গৌরাঙ্গ চন্দ্র রায় (রংপুর মেডিকেল কলেজ), বোড়াগাড়ি ইউনিয়নের নওদাবস পারঘাট এলাকার সিরাজুল ইসলাম (শেরে বাংলা মেডিকেল কলেজ, বরিশাল) ও পৌর এলাকার আসাদুজ্জামান কবি (ময়মনসিংহ মেডিকেল কলেজ)।

উল্লেখ্য, মেডিকেল কলেজে ভর্তির জন্য ৪ হাজার ২৩০ জন ভর্তিচ্ছু নির্বাচিত হয়েছেন। মােট ৭৯ হাজার ৩৩৭ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ। সরকারী মেডিকেলে ভর্তির যোগ্যতায় মেয়েরা ছেলেদের তুলনায় বেশি এগিয়ে রয়েছে।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news