ডোমারে ইছালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত


উপজেলা প্রতিনিধি, ডোমার প্রকাশের সময় : ৩১/১০/২০২২, ১২:০২ পূর্বাহ্ণ / ৩১৬
ডোমারে ইছালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত

নীলফামারীর ডোমারে ৩০ তম একরামিয়া মাহবুবিয়া হাফিজুলিয়া ও আফজালুলিয়া ইছালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ।

রবিবার (৩০শে অক্টোবর) বাদ মাগরিব ডোমার ফুলকুড়ি একাডেমি মাঠে অনুষ্ঠিত ইছালে ছওয়াব মাহফিলে সভাপতিত্ব করেন—আল্লামা আওলাদে রাসুল (সা.) সাইয়্যেদ খন্দকার মো. এরফানুল হক ও জামিরবাড়ী একরামিয়া সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইয়্যেদ খন্দকার একরামুল হক (বাদশা হুজুর)।

মাহফিলে আমন্ত্রিত বক্তা হিসেবে ওয়াজ ও তাফসির পেশ করেন—ইসলামী চিন্তাবিদ ড. মুফতি মুহাম্মদ আশরাফ আলী মুল্লাহ সিদ্দিকী (বগুড়া), হযরত মাওলানা মুফতি সাইয়্যেদ খন্দকার মো. এজহারুল হক (সাজু), বায়তুল আমান জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল হামিদ হোসাইনী, তরুণ বক্তা মো. নাজিরুল হক (নাহিদ)।

এছাড়া ইছালে ছওয়াব মাহফিলে খাদেমুল কাওম হিসেবে উপস্থিত ছিলেন—সাইয়্যেদ খন্দকার মো. সামছুল হক (দরবেশ হুজুর), সাইয়্যেদ খন্দকার মো. মকছেদুল হক (হুজুর), সাইয়্যেদ খন্দকার মো. আনিছুর রহমান (হক সাহেব হুজুর), সাইয়্যেদ খন্দকার মো. মাজাহারুল হক মিলু (হুজুর), সাইয়্যেদ খন্দকার মো. আইনুল হক (হুজুর)।

ডোমারে প্রতিবছর ইছালে ছওয়াব আয়োজনটি অনুষ্ঠিত হয়। এতে ডোমার, নীলফামারী, সৈয়দপুর সহ শ্যামপুর, যাত্রাবাড়ীর বিভিন্ন আশেক রাসুল (সা.) প্রেমিকরা ভিড় জমিয়েছেন। মাহফিল উপলক্ষ্যে দরবার শরীফ প্রাঙ্গনের আশেপাশে দোকানদারেরা বিভিন্ন দ্রব্যাদির পসরা সাজিয়ে বসেছেন। ইছালে ছওয়াব ঘিরে মাজার প্রাঙ্গনে উৎসবের আমেজ বিরাজ করছে।

উল্লেখ্য, ইসলাম প্রচারের জন্য ডোমারে আসেন মোজাদ্দাদে জামান, আওলাদে রাসুল (সা.) হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ খন্দকার হাফিজুল হক (রহঃ) ও শাহ্ সুফি সৈয়দ আফজালুল হক (রহঃ)। তাদের আত্মার মাগফেরাত কামনায় প্রতিবছর ইছালে ছওয়াব মাহফিল আয়োজন করা হয়।

পত্রিকা একাত্তর/রিশাদ