নাটোর জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে গুরুদাসপুর থেকে দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় লটারীতে জয় পেলেন সরকার মোহাম্মাদ মেহেদী হাসান। তার প্রাপ্ত ভোট ছিল ৩৩ (হাতী মার্কা)। প্রতিদ্ব›িদ্ব প্রার্থী মো. নাসিরুজ্জামানও পান ৩৩ (টিউবওয়েল মার্কা)।
অপর আরেক প্রার্থী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আতিয়ার রহমান বাঁধন পান ২৮ (তালা মার্কা) ভোট। জানা জানায়, উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৯৪ জন। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টায় উপজেলা পরিষদের হল রুমে ভোট গ্রহণ শুরু হয়। সকালে ভোটার উপস্থিতি কম ছিল।
১০টা ৪৫ মিনিটে উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন প্রথম ভোটাধিকার প্রয়োগ করেন। এরপর সাড়ে ১১টা থেকে ১ টা ৩০ মিনিটের মধ্যে সকল ভোটার তাদের ভোট প্রদান করেন। বাকী ৩০ মিনিটি পর ফলাফল ঘোষনা করা হয়। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন গুরুদাসপুর কৃষি কর্মকর্তা মোঃ হারুনর রশিদ।
দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় রিটার্নিং অফিসার জেলা প্রশাসক শামীম আহম্মেদের কার্যালয়ে লটারির মাধ্যমে সরকার মেহেদী হাসান পুণরায় জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন।
পত্রিকা একাত্তর / সোহাগ আরেফিন